× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় কবরস্থান থেকে একরাতে ১৫ কঙ্কাল চুরি

বেড়া, সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১৩:৫৩ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১৪:৩৯ পিএম

খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান। প্রবা ফটো

খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান। প্রবা ফটো

পাবনার বেড়া উপজেলায় রাতের অন্ধকারে কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরির খবর পাওয়া গেছে। সোমবার রাতের কোনো এক সময় উপজেলার আমিনপুরের নতুন বাজার এলাকার কবরস্থানে ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে স্বজনেরা কবরস্থানে দোয়া করতে গেলে কবর খোঁড়া দেখে বিষয়টি বুঝতে পারেন। মুহূর্তের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিলও বের করেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর-রশীদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, সোমবার রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে স্বজনেরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখে বুঝতে পারে মরদেহের কঙ্কাল চুরি হয়েছে। এ ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরেজমিনে দেখা যায়, আমিনপুর নতুন বাজার কবরস্থানে সর্বমোট ১৫টি কবর খোঁড়া এবং সেখানে একটিও মরদেহের কঙ্কাল নেই।

কবর খুড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

জাতসাখিনী ইউনিয়নের ৭ নম্বর ইউপি সদস্য কালাম মন্ডল জানান, ভোর রাতে খবর পান নতুন বাজার কবর স্থান থেকে মরদেহ চুরি হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক আমিনপুর থানায় খবর দিয়ে ঘটনাস্থলে যান। কবরস্থান থেকে সর্বমোট ১৫টি কঙ্কাল চুরি হয়েছে।

তিনি আরও জানান, সবগুলোই অনেক পুরোনো কবর। এখানে পাকা স্থায়ী কোনো কবর দেওয়া নেই। কার দাফন করা কঙ্কাল চুরি হয়েছে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ফজর নামাজ শেষে কবর জিয়ারত করতে আসা প্রতক্ষদর্শী রেখা পারভীন বলেন, ‘আমি সেহরি খেয়ে ফজর নামাজ আদায় করে প্রতিদিনের মতো আজও সেখানে আমার ভাইয়ের কবর জিয়ারত করতে যাই। গিয়ে দেখি একটি ট্রাক কবর স্থানের পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কবরস্থানে থাকা ৬ থেকে ৭ জন কালো কাপড়ের পোশাক পরিহিত মানুষ হাতে বস্তা নিয়ে দ্রুত পালিয়ে যায়। তখন আমি ভয়ে তড়িঘড়ি করে সেখান থেকে বাড়িতে চলে আসি। এখন শুনছি কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে।’

মাসুদ রানা নামের চুরি হওয়া এক লাশের স্বজন বলেন, ‘এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এ কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রুত এ ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনহত ব্যবস্থা নেওয়া হোক।’

আব্দুল হাকিম নামের চুরি হওয়া লাশের স্বজন বলেন, ‘এতো দিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলেও মানুষের লাশেরও নিরাপত্তা নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা