× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে নির্বাহী প্রকৌশলীর নির্দেশে কাটা গাছ পুলিশের হাতে আটক

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ২২:৫৩ পিএম

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে কাটা দুটি মেহগনী গাছসহ ট্রলি আটক করে ঝালকাঠি সদর থানা পুলিশ। প্রবা ফটো

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে কাটা দুটি মেহগনী গাছসহ ট্রলি আটক করে ঝালকাঠি সদর থানা পুলিশ। প্রবা ফটো

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে দুটি মেহগনী গাছ কেটে ‘বরিশালে নিয়ে যাওয়ার সময়’ আটক করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ। সোমবার (১৯ মার্চ) বিকালে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের পেট্রোলপাম্প মোড়ে এ ঘটনা ঘটে। গাছসহ ট্রলি আটক করে থানায় নিয়েছে পুলিশ।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, ‘ঝালকাঠি-বরিশাল মহাসড়কের পেট্রোলপাম্প মোড়ে গাছ বহনকারী একটি ট্রলি থামায় ট্রাফিক পুলিশ। এ বিষয়ে আমাদের জানালে আমরা সেখানে গিয়ে গাছসহ ট্রলি আটক করে থানায় নিয়ে আসি।’

তিনি বলেন, ‘ট্রলি চালককে জিজ্ঞেস করে জানতে পারি ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিলয় পাশার নির্দেশে গাছ কেটে বরিশালের একটি করাত কলে নিয়ে যাওয়া হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ডের অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে গাছ কাটার বৈধতা না পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয় নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা মুঠোফোনে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানিনা। বরিশালে কে বা কারা গাছ নিয়ে যাচ্ছিল তা আমার জানা নেই। তবে বন বিভাগের অনুমতি নিয়ে আমি গাছ কাটার নির্দেশ দিয়েছিলাম।’

গাছ কাটার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার অফিস ভবনের অবস্থা নাজুক। বর্ষার সময় পানি পড়ায় ভবনের উপরে টিন দিয়ে কাঠের বেড়া নির্মাণ করার জন্য গাছ কাটতে বলেছি।’

ঝালকাঠি বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ‘কোনও ডিপার্টমেন্টের কোনও গাছ কাটার অনুমতি দেওয়ার এখতিয়ার আমার নেই। তবে দুপুরে নির্বাহী প্রকৌশলী আমাকে মিটিং এ বসে বলেছিলেন ২টি গাছ অপসারণ করা দরকার। তাকে বলেছি আপনি চিঠি দিন। আমি দেখব। এটুকুই। তিনি কি গাছ কোথা থেকে কাটছেন তা আমার জানা নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা