× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এজলাসের সামনে নারীকে বেধড়ক পেটাল কে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ২০:০২ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৪ ২০:২০ পিএম

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর এজলাসের সামনে এক নারীকে মারধরা করা হয়েছে। প্রবা ফটো

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর এজলাসের সামনে এক নারীকে মারধরা করা হয়েছে। প্রবা ফটো

চট্টগ্রাম আদালতে এজলাসের সামনে বিচারপ্রার্থী নারীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। তবে অভিযুক্ত আইনজীবী বলছেন, লোকজন তাকে পিটুনি দিয়েছে। 

বুধবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর এজলাসের সামনে ওই নারীকে মারধর করা হয়। 

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জিকু বড়ুয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঘটনাটি আদালতের বারান্দায় ঘটেছে। হুড়োহুড়ির আওয়াজ শুনে আমরা এজলাসের বাইরে গিয়ে দেখি সেখানে এক নারী নিচে পড়ে আছেন। পরে ওই নারী রক্তাক্ত অবস্থায় আদালতে ঢুকে আদালতকে জানিয়েছেন আতাউর রহমান নামে একজন আইনজীবী তাকে মারধর করেছে। আদালত বারের সভাপতিকে বিষয়টি দেখতে বলেছেন।’

ওই নারীর পরিচয় সম্পর্কে জানতে চাইলে পিপি বলেন, ‘তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানি না। তিনি একজন বিচারপ্রার্থী এটুকুই শুধু বুঝতে পেরেছি।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, ‘মারধরের ঘটনার বিষয় পরে সমাধান করে দেওয়া হয়েছে।’ এর বাইরে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

অভিযুক্ত অ্যাডভোকেট আতাউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ওই নারীকে আমি মারিনি। তার সেখানে কোনো মামলা নেই, কিছু নেই। তা-ও সেখানে ঘোরাঘুরি করছিল বলে লোকজন তাকে গণধোলাই দিয়েছে।‘ 

তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ কেন উঠল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তাকে সমর্থন করিনি বলে সে আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা