× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খানসামায় তিন মাসেও সব বই পায়নি নবম শ্রেণির ৩৮৫০ শিক্ষার্থী

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ১২:২৩ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৪ ১৩:৫৬ পিএম

খানসামায় তিন মাসেও সব বই পায়নি নবম শ্রেণির ৩৮৫০ শিক্ষার্থী

সারা দেশে আনন্দ মুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিনেই প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করার কথা থাকলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে দিনাজপুরের খানসামা উপজেলায়। অন্য শ্রেণির শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পেলেও এখনও সব পাঠ্যবই বঞ্চিত নবম শ্রেণির ৩ হাজার ৮৫০ শিক্ষার্থী। এতে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের নতুন কারিকুলামে পাঠদান; ফলে উদ্বিগ্ন অভিভাবকরা।  

খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালের জন্য উপজেলার ৬৬টি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও বেসরকারি প্রতিষ্ঠানের নবম শ্রেণির ৩ হাজার ৮৫০ জন শিক্ষার্থীর জন্য পাঠ্যবইয়ের চাহিদা পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত গণিত বিষয়ে ৩ হাজার ৫০টি, বিজ্ঞান (অনুশীলন) বিষয়ে ২ হাজার ৪৫০টি, শিল্প ও সংস্কৃতি ৩ হাজারটি, স্বাস্থ্য ও সুরক্ষা ১ হাজার ৯০০টি, জীবন ও জীবিকা ২ হাজার ১২০টি বই পেয়েছে শিক্ষা বিভাগ। এছাড়াও ইসলাম শিক্ষা ২ হাজার ৪২৫টি বইয়ের চাহিদার বিপরীতে ১ হাজার ২৫৫টি বই পেয়েছে। 

অন্যদিকে বাংলা, ইংরেজি, বিজ্ঞান (অনুসন্ধানী পাঠ), ডিজিটাল প্রযুক্তি, ইতিহাস ও সমাজবিজ্ঞান, হিন্দু ধর্ম শিক্ষা ও খ্রিষ্টধর্ম শিক্ষার কোনো বই আসেনি বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা বিভাগ। 

জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে নতুন বই থেকে বঞ্চিত হলেও গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে সীমিত সংখ্যক বই পেয়েছে শিক্ষার্থীরা। এদিকে চলতি মাসের ২৫ তারিখ থেকে বিদ্যালয়ে রমজানের ছুটি শুরু হবে। ফলে বন্ধের আগে বই না পৌঁছালে বছরের চার মাসই বইহীন থাকতে হবে শিক্ষার্থীদের।

হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুশান্ত রায় বলেন, ‘১১টি বিষয়ের মধ্যে মাত্র ৬টি বিষয়ে বই পেয়েছি। বাংলা, ইংরেজিসহ ৫ বিষয়ে বই না পাওয়ায় এসব বিষয়ের ক্লাস থেকে আমরা বঞ্চিত হচ্ছি এখন।’

নির্ধারিত সময়ে পাঠ্যবই না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে মাহবুব ইসলাম নামে এক অভিভাবক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রায় ৩ মাস চলে যাচ্ছে আবার এ বছর নতুন কারিকুলাম। তাই সঠিক সময়ে পাঠ্যবই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছি। কেননা নবম শ্রেণির শিক্ষার্থীরা এক বছর পরেই দশম শ্রেণিতে উত্তীর্ণ হবে এবং এসএসসি পরীক্ষা দিবে।’

হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘তিন মাসেও শিক্ষার্থীরা পাঠ্যবই না পাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। এতে নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করা কষ্টসাধ্য হয়ে যাবে।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরবরাহকারী প্রতিষ্ঠান সঠিক সময়ে বই সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক আমরা  যোগাযোগ করতেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে পাঠ্যবই হাতে পাওয়া যাবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পাঠদান ব্যাহত হউক এটা মোটেও কাম্য নয়। দ্রুত সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা