× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব পানি দিবস

বাগেরহাটকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবিতে কলস হাতে মানববন্ধন

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ১৬:০৩ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৪ ১৬:২৪ পিএম

উপজেলার দক্ষিণ কাইনমারি এলাকায় পশুর নদীর পাড়ে কলস হাতে মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসী। প্রবা ফটো

উপজেলার দক্ষিণ কাইনমারি এলাকায় পশুর নদীর পাড়ে কলস হাতে মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসী। প্রবা ফটো

বাগেরহাটকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবিতে কলস হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা। বিশ্ব পানি দিবস উপলক্ষে শুক্রবার (২২ মার্চ) বেলা ১১টায় মোংলার দক্ষিণ কাইনমারি এলাকায় পশুর নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, পশুর রিভার ওয়াটারকিপারের সভাপতি মো. নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. সেলিম প্রমুখ।

বক্তারা বলেন, মোংলার চারদিকে পানি আর পানি। কিন্তু খাবার উপযুক্ত পানির সংকট এখানে বছরজুড়েই। সুন্দরবন উপকূলের শতকরা ৭৩ পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত হয়। উপায় না পেয়ে তারা ক্ষতিকর লবণাক্ত পানি পানে বাধ্য হচ্ছে। বাংলাদেশ পানি আইনের ১৭ ধারা অনুযায়ী বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করতে হবে বলে দাবি জানান তারা।

এদিকে একই দাবিতে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য দেন, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহসভাপতি মুখার্জী রবীন্দ্রনাথ, সাধারণ সম্পাদক শেখ আসাদ, আব্দুস সালাম, সাংবাদিক ইসরাত জাহান প্রমুখ।

বক্তারা বলেন, চারদিকে পানি তারপরও আমরা পানির সংকটে রয়েছি। সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর দেওয়া রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংকি প্রদানের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নাব্যতা হারানো নদী, খাল ও পুকুর খননের মাধ্যমে পানি সংকট নিরসনের দাবি জানান বক্তারা।

এ ছাড়া উপজেলার শরণখোলা ও রামপালেও এমন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা