× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জেলা আ.লীগের সহসভাপতি নিহত

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ২৩:৪৮ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৪ ২৩:৫৪ পিএম

স্বজনরা মরদেহের পাশে আহাজারি করছে। প্রবা ফটো

স্বজনরা মরদেহের পাশে আহাজারি করছে। প্রবা ফটো

গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) অ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈ গামা নিহত হয়েছেন।  শুক্রবার (২২ মার্চ) রাত রাত ৮টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকাল ৫টার দিকে শহরের মান্দারতলা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈ টুঙ্গিপাড়া উপজেলার রূপাহাটি গ্রামের বাসিন্দা। তিনি গোপালগঞ্জ শহরের পূর্ব থানাপাড়া এলাকার বাড়িতে বসবাস করতেন।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ‘শুক্রবার সন্ধ্যার একটু আগে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ৮টার দিকে পথে তার মৃত্যু হয়।’ 

তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যেহেতু দুর্ঘটনাটি মহাসড়কে সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। শনিবার ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম বলেন, ‘বেপরোয়া গতি মোটরসাইকেল এ দুর্ঘটনার মূল কারণ। তিনি দ্রুত এ বেপরোয়া গতির মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।’

অ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈর মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতি ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা