× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেল দুর্ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা : রেলমন্ত্রী

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ২০:০৩ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৪ ২০:১৫ পিএম

শনিবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনসংলগ্ন তেজের বাজার এলাকায় গত সপ্তাহে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শনে যায় জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী। প্রবা ফটো

শনিবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনসংলগ্ন তেজের বাজার এলাকায় গত সপ্তাহে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শনে যায় জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী। প্রবা ফটো

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ‘মাঝে মাঝে রেল দুর্ঘটনা ঘটছে। তদন্ত হচ্ছে। আমরা যতটুকু বোঝার বুঝে নিয়েছি। রেল দুর্ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (২৩ মার্চ) ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনসংলগ্ন তেজের বাজার এলাকায় গত সপ্তাহে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শনে যায় জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। এজন্য বিএনপি আস্তে আস্তে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ও জোট সরকারের আমলের রেলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন, নতুন নতুন রেলপথ নির্মাণ করে চলেছেন। যাত্রীদের জীবনের মূল্য অনেক বেশি। যারা জাতীয় সম্পদ ধ্বংস করে ফায়দা লুটতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’

১৭ মার্চ নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনসংলগ্ন তেজের বাজার নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ১৮টি বগির মধ্যে নয়টি লাইনচ্যুত হয়। এতে ৩০ জনের মতো আহত হয়।

এ নিয়ে জিল্লুল হাকিম বলেন, ‘যাত্রীদের যাতে নিরাপদে পৌঁছে দিতে পারি, আমরা কাজ করছি। এখানে বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে। তাই আমরা সংসদীয় কমিটির সদস্যরা সরেজমিনে পরিদর্শন করার জন্য ছুটে এসেছি।’

‘আজকে ঘটনাস্থলে আমরা আসার এ খবরে প্রধানমন্ত্রী খুশি হয়েছেন। আমাদের পরিদর্শন ও তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট প্রাপ্তির মাধ্যমে এ বিষয়ে আমরা প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করব,’ যোগ করেন তিনি।

রেলমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের সবার সহযোগিতা নিয়ে রেল দুর্ঘটনা রোধে আমরা কাজ করব। জনসাধারণ সচেতন হলে রেলের যাত্রা নিরাপদ হবে। আবার কেউ রেললাইন কেটে নাশকতা করতে যায় কি না- এলাকাবাসী উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা