× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাগভর্তি ইফতার সামগ্রীতে ২ শতাধিক পরিবারের মুখে হাসি

শেরপুর সংবাদদাতা

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ২২:৫৭ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৪ ২৩:০০ পিএম

ব্যাগভর্তি ইফতার সামগ্রীতে ২ শতাধিক পরিবারের মুখে হাসি

শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিনামূল্যে ব্যাগভর্তি ইফতার সামগ্রী পেয়ে খুশি অসহায় দুই শতাধিক পরিবার। শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব ইফতারসামগ্রী তুলে দেন ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’-এ ইফতারসামগ্রী বিতরণ করে। ব্যাগভর্তি ইফতারসামগ্রীতে ছিল মুড়ি, ছোলা, চিনি, সয়াবিন তেল, খেজুর, ডাল, পেঁয়াজ, লবণ ও আলু। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস অব ঝিনাইগাতী সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, থানার ওসি বছির আহমেদ বাদল, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।

ইফতারি পণ্য পেয়ে আব্দুর রশিদ বলেন, ‘এ রোজায় বাজার থেকে ইফতার কিনে খাওয়ার মতো আমার সামর্থ্য নেই। টাকার অভাবে ইফতারের পাতে থাকে না ছোলা কিংবা খেজুর। বিনামূল্যে এসব ইফতারের পণ্যে কয়েকদিন পরিবারের সবাইকে নিয়ে ইফতার খেতে পারব।’

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য জাহিদুল হক মনির বলেন, সমাজের নিম্ন আয়ের দুই শতাধিক পরিবারের মানুষের ইফতারের পাতে কিছু তুলে দিতে পেরেছি এতেই আমাদের আত্মতৃপ্তি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, ‘ভয়েস অব ঝিনাইগাতীর এই উদ্যোগ প্রশংসনীয়। মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আরও সুদূরপ্রসারী হোক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা