× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় কোনো গ্রেপ্তার নেই

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১৫:২২ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ১৬:০৭ পিএম

বাঁ থেকে মো. মাইকেল, মো. ইলিয়াস ও মো. আলামিন। ছবি কোলাজ : প্রবা

বাঁ থেকে মো. মাইকেল, মো. ইলিয়াস ও মো. আলামিন। ছবি কোলাজ : প্রবা

সিরাজগঞ্জে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তিন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। 

এ ঘটনায় গত ১৩ মার্চ ব্যবসায়ী সজিব আহমেদ মনির রায়গঞ্জ থানায় ও সিরাজগঞ্জ ডিবি কার্যালয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। 

এর আগে ৮ মার্চ রাতে রায়গঞ্জ উপজেলার ঢাকা টু বগুড়া মহাসড়কের অভি হাইওয়ে ভিলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার ১৬ দিন পার হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

অভিযুক্তরা হলেন রায়গঞ্জ আওয়ামী যুবলীগের সভাপতি মো. মাইকেল, রায়গঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াস ও রায়গঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আলামীনসহ অজ্ঞাত পরিচয় আরও ছয়জন। 

লিখিত অভিযোগে ব্যবসায়ী সজীব আহমেদ মনির উল্লেখ করেন, গত ৮ মার্চ রাত সাড়ে ১১টায় তিনিসহ চারজন প্রাইভেটকারযোগে বগুড়া থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। যাওয়ার পথে অভি হাইওয়ে ভিলা নামে এক রেস্তোরাঁয় খাবার বিরতি দেন তারা। খাওয়া শেষে ওঠার সময় মাইকেল, ইলিয়াস ও আলামিনসহ আরও ছয়জন প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে এসে তাদের পথরোধ করে। তারা ডিবি পরিচয় দিয়ে জোর করে গাড়ির চাবি ছিনিয়ে নেয়। পরে দেশীয় অস্ত্র ধরে তাদের কাছে থাকা ব্যবসার ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

সজীব আহমেদ মনির  বলেন, ‘আমি একজন ম্যানপাওয়ার ব্যবসায়ী। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর আমার দাদার বাড়ি। আমার মামা মকবুল হোসেন মুকুল সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ঘটনার দিন রাতে আমি ব্যবসার টাকা নিয়ে দাদার বাড়ি যাচ্ছিলাম। রেস্তোরাঁর খাওয়া শেষ করে গাড়িতে ওঠার সময়ই হঠাৎ করে নিজেদের ডিবি পরিচয় দিয়ে আমাদের আটক করে কয়েকজন। আমাদের দুজনকে মারধরও করেন তারা। পরে জোর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘ঘটনার আজ ১৬ দিন পার হলেও এখন পর্যন্ত আসামিরা বহাল তবিয়তে রয়েছেন।’ 

তবে রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. মাইকেল টাকা ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনের আগের দিন রাতে আমরা নির্বাচনী ওয়ার্ক করে এসে হাইওয়ে ভিলায় খাচ্ছিলাম। সেখানে কিছু অপরিচিত লোক দেখে সন্দেহ হয়। তখন তাদের প্রশ্ন করি আগামীকাল নির্বাচন, আজ আপনারা এখানে কেন? এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর থেকে বেশি কিছু নয়। নির্বাচনের পরে শুনি তিনি এ অভিযোগ করেছেন।’

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াস বলেন, ‘বিষয়টি নির্বাচন কেন্দ্রিক। ওপরের নেতাদের নির্দেশে গাড়িটি থামানো হয়েছিল। ঘটনার সময় আমাদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। তবে টাকা নেওয়ার কথাটি ভিত্তিহীন।’ 

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আলামীনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি। 

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা এ বিষয়ে একটি লিখিত পেয়েছি। অভিযোগটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন বলেন, ‘প্রশাসনের পরিচয় বহন করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।  দ্রুত তদন্ত শেষে প্রকৃত সত্য উন্মোচন করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা