× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় ১৩২ স্থানের মাটি সংগ্রহ করে গণহত্যা দিবস পালন

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৪:২২ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ১৪:৩৮ পিএম

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী। প্রবা ফটো

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী। প্রবা ফটো

আজ সারা দেশের ন্যায় নওগাঁতেও পালিত হচ্ছে জাতীয় গণহত্যা দিবস। এবার দিবসটি পালনে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নওগাঁর একটি সংগঠন। ভয়াল ২৫ মার্চ রাতে এ জেলায় গণহত্যা সংগঠিত ১৩২টি স্থানের মাটি সংগ্রহ করে শ্রদ্ধা নিবেদন করেছেন তারা।

সোমবার (২৫ মার্চ) সকালে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর আয়োজনে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় ১৩২টি স্থানের মাটি সংগ্রহ করে আলাদা আলাদা পাত্রে রেখে গোলাপ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এম, এম রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সাধারণ সম্পাদক এম, এম রাসেল বলেন, শুধু মাটি প্রদর্শন বা শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের দাবি গণহত্যায় যারা নিহত হয়েছেন তাদের স্বীকৃতি, গণহত্যার স্থানগুলোকে চিহ্নিত করে স্মৃতিফলক নির্মাণ এবং রাষ্ট্রীয়ভাবে শহীদদের সম্মাননা দেওয়া বা তালিকাভুক্ত করা দরকার। এ ছাড়াও এই গণকবরগুলো অবহেলা অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো রক্ষায় সরকারকে বিভিন্ন উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা