× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৮:০৫ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ১৯:১৯ পিএম

সোনারগাঁয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রমিক ফয়সাল আহম্মেদ হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার বাকি তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।  

সোমবার (২৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুুদণ্ডপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া এলাকার নিতাই চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিতাই চন্দ্র দাস, তার ছেলে তপন চন্দ্র দাস ও অপু চন্দ্র দাসকে বেকসুর খালাস দেন আদালত। 

আদালত পুলিশের পরিদর্শক মো.আসাদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আসামিরা পূর্বশত্রুতার জের ধরে কয়েকজনকে সঙ্গে নিয়ে ফয়সালকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ফয়সালের মামা মো. মানিক বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় দেন।’ 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন সুইট বলেন, ‘২০২২ সালের ২৬ জানুয়ারি রাত ৯টার দিকে ফয়সাল আহমেদ নিখোঁজ হন। খোঁজাখুঁজি করে না পেয়ে সোনারগাঁ থানায় তার মামা মানিক সাধারণ ডায়েরি করেন। ওই জিডির সূত্র ধরে ৩ ফেব্রুয়ারি সোনারগাঁ থানা পুলিশ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে অপূর্ব চন্দ্র দাস ও অপু চন্দ্র দাসকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে পূর্বশত্রুতার জের ধরে বাদীর ভাগ্নে ফয়সালকে আসামিরা হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে মরদেহ খালের কচুরিপানায় গুম করে। ওই বছরের ৪ ফেব্রুয়ারি আসামিদের দেখানোমতে ঋষিপাড়ার বকুলতলা এলাকার কচুরিপানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।’ 

আসামির মা পুতুলি চন্দ্র দাস বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা