× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির হোতাদের নির্মূল করা হবে : আ জ ম নাছির উদ্দিন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৯:১৯ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ১৯:৩৬ পিএম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রবা ফটো

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রবা ফটো

নিত্যপণের‌ কৃত্রিম সংকট সৃষ্টির হোতাদের নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেশবিরোধী অপশক্তি গণমানুষের দুর্ভোগ বাড়াতে চায়। তারা সুকৌশলে অবাঞ্চিত সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তাদের চিহ্নিত করে প্রতিটি মহল্লা, ওয়ার্ডে প্রতিরোধের দুর্গ গড়ে তোলা হবে।’

সোমবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগরীর থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন দেশপ্রেমিক সরকার ও আওয়ামী লীগ এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। শেখ হাসিনার আরাধ্য স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আগে আমাদের প্রত্যেককে স্মার্ট সিটিজেন হতে হবে। আমরা চাই একটি সুশিক্ষিত দেশপ্রেমিক প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক উৎপাদনমুখী নাগরিকে পরিণত হতে। এই নাগরিকরাই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত করার অগ্রবর্তী বাহিনী হিসেবে নিবেদিত হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে নাছির বলেন, ‘জনগণের সুখ-দুঃখে পাশে থেকে আমাদের তাদের সেবক ও সতীর্থ হতে হবে। তাহলেই সংগঠনের ভিত্তি মজবুত হবে। এই শক্তিশালী সংগঠনই শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণে সক্ষমতা অর্জন করবে।’

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বাঙালির অধিকার প্রতিষ্ঠায় মুক্তির সংগ্রাম শুরু হয়েছিল ১৯৪৭ সাল থেকেই। এই মুক্তির সংগ্রাম ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত চলমান ছিল। ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় গণহত্যা শুরুর সঙ্গে সঙ্গেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। তাই এই মুক্তির সংগ্রাম এখনও চলমান। কেননা বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্ন ছিল সোনার বাংলা বাস্তবায়ন ও সর্বস্তরের গণমানুষের অর্থনৈতিক মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির লড়াই চলছে এবং চলবেই।’

তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধসহ এ জাতির দুর্যোগ ও সংকটে ভারত আমাদের পাশে ছিল। আজ স্বাধীনতাবিরোধী শক্তি ও বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশে অর্থনৈতিক সংকট সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাদের অবশ্যই রুখে দাঁড়াবার শক্তি আমাদের আছে এবং জনগণকে সাথে নিয়ে এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপত্বি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, রেজাউল করিম কায়সার, শামসুল আলম, রুহুল আমিন তপন, শাহাজাদা কাজী আবদুল মালেক, ফারুক আহমেদ, সাইফুল আলম বাবু, অ্যাড. শাহেদুল আজম শাকিল, ইলিয়াছ সরকার, লুৎফুর হক খুশী প্রমুখ।

সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শাহাদতবরণকারী পরিবারের সদস্যবৃন্দ, জাতীয় চার নেতাসহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রয়াত জননেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা