× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোংলা ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১০ শ্রমিক কারাগারে

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ২১:০৮ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৪ ২১:৩৭ পিএম

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ভিআইপি ইন্ডাস্ট্রিজের ছাঁটাই হওয়া শ্রমিকদের সঙ্গে পুলিশ, আনসার ও বেপজা নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে ৩০ জন শ্রমিক আহত হয়। ফাইল ফটো

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ভিআইপি ইন্ডাস্ট্রিজের ছাঁটাই হওয়া শ্রমিকদের সঙ্গে পুলিশ, আনসার ও বেপজা নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে ৩০ জন শ্রমিক আহত হয়। ফাইল ফটো

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ভিআইপি ইন্ডাস্ট্রিজের ছাঁটাই হওয়া শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলায় ১০ শ্রমিককে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী এলাকার সুমন হাওলাদার, অমৃত মণ্ডল ও রহিমা বেগম, উপজেলার উত্তর চাঁদপাই গ্রামের সিফাত উল্লাহ শেখ, মোংলা শহরের বাতেন সড়কের নাসরিন জাহান ইভানা, সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের গ্রামের লিপি বেগম, রামপাল উপজেলার ফয়লা এলাকার রুমানা আক্তার, তেলিখালী এলাকার শেখ আবু ফাহাদ, ডাকরা গ্রামের আজিজুল ফকির, গোপীনাথপুর গ্রামের মো. মাসুদ হাওলাদার।

এর আগে সোমবার রাতে ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. মাইদুল ইসলাম রাজু বাদী হয়ে মোংলা থানায় মামলা করেন। এতে চার নারীসহ ১০ শ্রমিকের নাম উল্লেখসহ আন্দোলনকারী অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মামলার এজাহারনামীয় ১০ আসামিকে সোমবার দুপুরে সংঘর্ষের সময় আটক করে পুলিশ। তখন জানানো হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এজাহার দাখিলের পর তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মমলার এজাহারে বলা হয়েছে, এজাহারে নাম উল্লেখ করা ১০ আসামি এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪০০-৫০০ জন পূর্বপরিকল্পিতভাবে বেপজার মেইন গেটে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। তাদের বোঝানের চেষ্টা করা হলেও শ্রম আইন না মেনে দুপুর সোয়া ১টার দিকে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বেপজা সিকিউরিটি ও ভিআইপি কর্তৃপক্ষের স্টাফদের ওপর হামলা করে। একপর্যায়ে ভিআইপির ৭ নম্বর প্ল্যান্টের ভেতর থাকা মূল্যবান মালামাল লুট করে, যার মূল্য আনুমানিক ৪ লাখ ৬৫ হাজার টাকা। এ ছাড়া মালামাল ও জানালার গ্লাস, দুটি কন্টেইনার ট্রাক, বেপজা সিকিউরিটি রুমে ভাঙচুর করে। এতে সর্বমোট ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ‘১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে ভিআইপি কোম্পানির পক্ষ থেকে মামলা করা হয়েছে। ১০ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

মোংলা ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি লাগেজ ফ্যাক্টরির ১ হাজার ৭৭৭ জন শ্রমিকের এক মাসের অগ্রিম বেতন ও বোনাস দিয়ে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ছাঁটাই কার্যক্রম শুরু করে। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করে। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশ, আনসার ও বেপজা নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ৩০ শ্রমিক আহত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা