× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ ঘরের বিছানায় গলাকাটা নারীর লাশ, পাশে রক্তাক্ত দা

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১১:৫১ এএম

আপডেট : ২৭ মার্চ ২০২৪ ১২:২১ পিএম

কক্সবাজারে নিজ ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রবা ফটো

কক্সবাজারে নিজ ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রবা ফটো

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় নিজ ঘর থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি রক্তাক্ত দা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী আনু নাছের ওসমানীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) রাত সাড়ে ৩টায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে রাতের যেকোনো একসময় শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রিনা আক্তার। তিনি চেয়ারম্যান ঘাটা এলাকার আবু নাছেরের স্ত্রী।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক মো. রকিবুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় নিজ বাড়িতে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে এমন সংবাদে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে বিছানায় গলাকাটা অবস্থায় ওই গৃহবধূর মরদেহ পড়ে ছিল। আর মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয় একটি রক্তাক্ত দা।

পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, ‘আলমারি ও লকার ভাঙা ছিল এবং স্বর্ণালঙ্কার বা নগদ টাকা লুট করা হয়েছে এ ধরনের কিছু পাওয়া যায়নি। আর ঘটনার ব্যাপারে বেশ কয়েকজন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের ৪ জনকে থানায় আনা হয়েছে।’

তিনি বলেন, ঘটনার পর আলামত সংগ্রহ করতে খবর দেওয়া হয় সিআইডির ক্রাইম সিন ইউনিটকে। একই সঙ্গে ঘটনা তদন্ত আসে পিবিআই ও র‌্যাবের টিমও। তারাও আলামত সংগ্রহের পাশাপাশি তথ্য সংগ্রহ করে।

স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, ‘গলাকেটে গৃহবধূকে হত্যার ঘটনা শুনে দ্রুত ওই বাড়িতে গিয়ে দেখি আবু নাছের রয়েছে। বিছানায় গৃহবধূর মরদেহ পড়ে রয়েছে। তার গলায় একটি ওড়না রয়েছে এবং মুখ রক্তাক্ত।’

স্থানীয় বাসিন্দা সৌরভ বলেন, ‘এখানে সন্দেহ করার মতো কোনো কারণ দেখছি না। সম্ভবত কোনো দুর্বৃত্তের দল কৌশলে এ ঘটনা ঘটিয়েছে।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কাজ করছে। সিআইডির টিম এসেছে তারা আলামত সংগ্রহ করছে। পরবর্তী তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা