× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝোপের ভেতর কান্নার শব্দ, বিড়াল-কুকুর ভেবে এগিয়ে গেলেন পথচারী...

প্রতিবেদক প্রতিবেদক, বরিশাল ও গৌরনদী

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১৫:২৯ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৪ ১৫:৫২ পিএম

ঝোপের আড়ালে পড়েছিল এ নবজাতক। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে। প্রবা ফটো

ঝোপের আড়ালে পড়েছিল এ নবজাতক। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে। প্রবা ফটো

রাত আটটা। গ্রামের রাস্তা। ঘুটঘুটে অন্ধকার। পাশেই লতাপাতায় ভরা ঝোপ। সেখান থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। কোনো শিশু না কি বিড়াল বা কুকুর ছানা কাঁদছে– আঁচ করা মুশকিল। এই চিন্তা থেকেই এগিয়ে যাওয়া। কাছে গিয়ে যা মিলল, তা অবাক করার মতো বটে– জীবন্ত ফুটফুটে এক নবজাতক পড়ে আছে।

ঘটনাটি গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে। এই ইউনিয়নের রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন রাস্তার পাশে ঝোপ থেকে নবজাতকটি উদ্ধার করেন মো. রুবেল নামের এক ফল ব্যবসায়ী। পাশের উপজেলা বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা রুবেল তখন পাইকারি ফল কিনতে বাটাজোর বন্দরের ফলের আড়তে যাচ্ছিলেন। পথে কান্নার শব্দ শুনে থমকে যান তিনি।

এরপর কী হয়েছিল– জানা যাক রুবেলের ভাষ্যে, প্রথমে ভেবেছিলেন হয়তো বিড়াল বা কুকুর ছানা কান্না করছে। কিছুটা কাছে এগিয়ে গিয়ে মনে হয় মানুষের কান্না। এই সন্দেহ থেকে ঝোপের ভেতরে উঁকি দেন রুবেল। তিনি দেখতে পান– ঝোপের ভেতরে কাঁথায় মোড়ানো নবজাতক কান্না করছে। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে পুলিশে খবর দেন তিনি। 

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ধারণা করা হচ্ছে–ভূমিষ্ঠ হওয়ার পরপরই নবজাতকটি কেউ ফেলে গেছে।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) শেখ শহিদুল ইসলাম বলেন, ‘নবজাতকটি কন্যাশিশু। খবর পেয়ে উদ্ধার করে নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তৌকির আহমেদ বলেন, ‘নবজাতকের সারা শরীরে রক্তমাখা অবস্থায় পুলিশ আমাদের কাছে নিয়ে আসে। আমরা তাকে ড্রেসিং করে ও চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলি। এখন সে সম্পূর্ণ সুস্থ আছে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘নবজাতককে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার আগৈলঝাড়া ছোটমনি নিবাসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টির তদন্ত অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বুধবার বেলা ১১টা দিকে নবজাতককে ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডা. তৌকির। 

আগৈলঝাড়া ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক সুশান্ত বালা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুপুর একটার দিকে শিশুটিকে গ্রহণ করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা