× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিশালে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১৩:৩৮ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ১৫:১২ পিএম

বাসচাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। প্রবা ফটো

বাসচাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। প্রবা ফটো

ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা নিহত শিশুর মা-বাবা ও চাচি। তাদের অবস্থা শঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার ০৭ নম্বর ওয়ার্ডের সাইফুল কমিশনারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের এনামুল হকের ২ বছরের শিশু রুবাইরা তাজনিম, চিকনা মনোহর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে শরিফুল ইসলাম (অটোরিকশা চালক) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদী।

আহতরা হলেন নিহত শিশু রুবাইরা তাজনিমের বাবা এনামুল হক শামীম, মা শাহিদা খাতুন ও চাচি মনি আক্তার।  

ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) চাঁদ মিয়া এসব তথ্য প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার ময়না পরিবহনের বাসটি যাত্রী নামিয়ে ইউটার্ন নিচ্ছিল। এমন সময় ময়মনসিংহ ছেড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। আহত হয় আরও তিনজন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আরও দুইজনের মৃত্যু হয়।

আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। 

এদিকে ঘাতক বাস জব্দ ও দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। বাসের চালক পলাতক রয়েছে। 

দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি চাঁদ মিয়া। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা