× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের জানাজায় ইমামতি করলেন প্রধান বিচারপতি

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১৫:১২ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ১৬:২২ পিএম

দিনাজপুরে ঈদগাহ মাঠে বিচারপতি এম. এনায়েতুর রহিমের মায়ের জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন। প্রবা ফটো

দিনাজপুরে ঈদগাহ মাঠে বিচারপতি এম. এনায়েতুর রহিমের মায়ের জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন। প্রবা ফটো

মায়ের জানাজা পড়িয়েছেন প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত) এম. এনায়েতুর রহিম। এ সময় মরহুমার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরে ঈদগাহ মাঠে প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা নাজমা রহিমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি বলেন, ‘আমার মা খুবই পরহেজগার ছিলেন। অত্যন্ত মানবিক ও দয়ালু মানুষ ছিলেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’ এ ছাড়া জানাজার আগে বক্তৃতায় হুইপ ইকবালুর রহিম সবার কাছে মরহুমার জন্য দোয়া চান।

জানাজায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিচারক, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রধান বিচারপতির মা বুধবার বেলা ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এম আব্দুর রহিমের স্ত্রী নাজমা রহিম। তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

রত্নগর্ভা ‘স্বপ্নজয়ী’ মা নাজমা রহিম ২০১৮ সালের ১৩ মে জাতীয়ভাবে স্বপ্নজয়ী মা হিসেবে সম্মাননা অর্জন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা