× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেন দুর্ঘটনায় আহত অর্ধশত, তদন্তে কমিটি

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ১৯:৪৭ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৪ ১৯:৫৩ পিএম

লালমনিরহাট রেলস্টেশন দাঁড়িয়ে থাকা বগিতে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনের ধাক্কায় আহত দুজন নারী যাত্রী। ছবি : সংগৃহীত

লালমনিরহাট রেলস্টেশন দাঁড়িয়ে থাকা বগিতে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনের ধাক্কায় আহত দুজন নারী যাত্রী। ছবি : সংগৃহীত

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারানো রেল ইঞ্জিনের ধাক্কায় বুড়িমারী কমিউটার ট্রেনের অন্তত ৫০ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা রেলওয়ে হাসপাতালসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গুরুতর আহতরা হলেন শেফালি আক্তার, সামিনা খাতুন, নবিজুল ইসলাম ও জাহেদুল ইসলাম।

শনিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বুড়িমারী কমিউটার ট্রেনটি স্টেশন প্লাটফর্মের ৪ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকার সময় এই দুর্ঘটনায় পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৪৫৬/৪৬১ নম্বর কমিউটর ট্রেনটি লালমনিরহাট স্টেশনে যাত্রাবিরতি করছিল। এ সময় অন্য ট্রেনের জন্য একটি ইঞ্জিন লোকোশেড থেকে এগিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে কমিউটার ট্রেনকে ধাক্কা দেয়। এ সময় বিকট শব্দ হয়। এতে বগির ভেতরে বসে থাকা অর্ধশত যাত্রী ছিটকে পড়ে আহত হন। তারা আতংকে দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকেন।

আহত শেফালি আক্তার বলেন, আমি ভেবেছিলাম ইঞ্জিন বদলের সময় তেমন জোরে ধাক্কা দেয় না। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই ইঞ্জিন প্রবল বেগে ধাক্কা দিলে আমি মাটিতে পড়ে যাই। আমার মাথায় দুটি শেলাই পড়েছে।লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে হাসপাতালের মেডিকেল অফিসার মাহফুজ বলেন, আমাদের এখানে জরুরি বিভাগে গুরুতর আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে শুনেছি।

এ ব্যাপারে লোকো মাস্টার রাজ গোবিন্দ দাস বলেন, ইঞ্জিনের ব্রেক লাগাতে দেরি হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় ইঞ্জিনের গতি ঘণ্টায় ১০ কিলোমিটার ছিল।লালমনিরহাট রেলস্টেশন মাস্টার নূরনবী বলেন, একটা ইঞ্জিন বদল করে আরেকটা ইঞ্জিন সংযোগ দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ওই ইঞ্জিনের লোকো মাস্টার রাজ গোবিন্দ সেই ট্রেন নিয়ে রওনা হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা জেনেছেন। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

জানতে চাইলে রেলওয়ের লালমনিরহাট ডিভিশনাল ম্যাকানিক্যাল ইন্জিনিয়ার (লোকো) শাহিনুল হক অপু বলেন, আমরা ওই লোকো মাস্টারকে আপাতত আর কোনো ট্রেনের দায়িত্ব দেব না। ঘটনা তদন্তে ইতিমধ্যে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিবেদন জমা দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা