× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উলিপুরে জামায়াত নেতাদের নিয়ে খাদ্যসামগ্রী বিতরণের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ২০:০৬ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৪ ২০:৩৮ পিএম

কুড়িগ্রামের উলিপুরে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের মঞ্চে বাম থেকে প্রথমে চেয়ারে বসা থেতরাই ইউনিয়ন জামায়াতের সভাপতি, পেছনের সারির মাঝে সাবেক সাধারণ সম্পাদক ও তার পাশে বসা বর্তমান সাধারণ সম্পাদক (লাল চিহ্নিত)। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের মঞ্চে বাম থেকে প্রথমে চেয়ারে বসা থেতরাই ইউনিয়ন জামায়াতের সভাপতি, পেছনের সারির মাঝে সাবেক সাধারণ সম্পাদক ও তার পাশে বসা বর্তমান সাধারণ সম্পাদক (লাল চিহ্নিত)। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে জামায়াত নেতাদের নিয়ে খাদ্যসামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টুর বিরুদ্ধে। আওয়ামী লীগের দায়িত্বশীল নেতার সঙ্গে জামায়াত নেতাদের খাদ্য বিতরণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল শেখ বলেন, ‘খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমারও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু সেখানে ইউনিয়ন জামায়াতের সভাপতি-সম্পাদক মাওলানা মহিউদ্দীন আহম্মেদ, মোশারফ হোসেন ও সাবেক সম্পাদক মোহাইমেন সরকারসহ জামায়াত নেতারা উপস্থিত থাকায় ওই অনুষ্ঠানে যাইনি। পরে শুনেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।’

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, ‘খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমি এবং ইউএনও সাহেবের যাওয়ার কথা ছিল। ইউএনও সাহেব ব্যস্ততার কারণে যেতে না পারায় আমি সেখানে গিয়েছিলাম। এটি একটি এনজিওর খাদ্যসামগ্রী বিতরণের অনুষ্ঠান ছিল। সেখানে কোনো জামায়াতের নেতা ছিল কি না তা আমার জানা নেই।’

তিনি বলেন, ‘গত বছরও আমি একই এনজিওর পক্ষ থেকে কোরবানির ঈদে গরুর মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এসব আমার বিরুদ্ধে অপপ্রচার, এগুলো সঠিক নয়।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে তিনি স্বীকার করেন মাওলানা মহিউদ্দীন আহম্মেদ ও মোশারফ হোসেন থেতরাই ইউনিয়ন জামায়াতের গুরুত্বপূর্ণ নেতা।’

জানা গেছে, রামাদান ফুড প্রোগ্রামের আওতায় ইসলামিক এইড বাংলাদেশ (সাওয়াব)-এর সহযোগিতায় বৃহস্পতিবার (২৮ মার্চ) পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর এন ইউ এ উচ্চ বিদ্যালয় মাঠে ৩৫০ জনের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু। 

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন থেতরাই ইউনিয়ন জামায়াতের সভাপতি ও থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মহিউদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন সরকার, উপজেলা আওয়ামী লীগের নেতা নিমাই কুমার সিংহ, সাওয়াব-এর পরিচালক অপারেশন আফতাবুজ্জামান, সমাজসেবক মিজানুর রহমান সামু প্রমুখ।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা