× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন বিভাগের বাধায় ‘ঝুলে আছে’ ঝুঁকিপূর্ণ সেতু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১৪:৩৯ পিএম

চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের ব্যাঙছরি অংশে ঝুঁকিপূর্ণ এই সেতুটি ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। প্রবা ফটো

চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের ব্যাঙছরি অংশে ঝুঁকিপূর্ণ এই সেতুটি ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। প্রবা ফটো

রাঙামাটির কাপ্তাই উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের ব্যাঙছড়ি অংশে ঝুঁকিপূর্ণ সেতুর নির্মাণকাজ থমকে আছে বন বিভাগের গাছ কাটার জটিলতায়। অথচ যেকোনো সময় পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন রাঙামাটির কাপ্তাই উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের ব্যাঙছড়ি সেতুটি গত বর্ষা মৌসুমে ভেঙে যায়। এতে চট্টগ্রামের সঙ্গে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র, লগগেট কাপ্তাইসহ রাঙামাটি আসামবস্তি সড়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে সড়ক বিভাগ থেকে যান চলাচলের জন্য অস্থায়ীভাবে বেইলি ব্রিজ নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক রাখা হয়। বর্তমানে সেটি বেশ ঝুঁকিতে রয়েছে। 

এদিকে সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর ওই স্থানে নতুন গার্ডার সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এতে ব্রিজটির দৈর্ঘ্য ১৯ দশমিক ৬৪ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২০০ মিটার ধরা হয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর কাজ করতে গেলে বন বিভাগ বাধা দেয়। কারণ হিসেবে জানায়, কাপ্তাই বন বিভাগের সংরক্ষিত বনের ১২ থেকে ১৪টি সেগুনসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে সেতু এলাকায়। আর সংরক্ষিত বনের গাছ অনুমতি ছাড়া কাটা যাবে না বলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। 

নতুন সেতুটি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বাপ্পী তনচংগা বলেন, ‘আমরা ব্রিজের কাজ শুরু করতে গেলে বন বিভাগ গাছ কর্তনে বাধা দেয়। এতে আমরা এখনও কাজ শুরু করতে পারিনি। দ্রুত সময়ে কাজটি শুরু করতে না পারলে বিশাল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।’

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ‘দ্রুত সময়ে কাজ শুরু করতে না পারলে, পুরোনো বেইলি সেতুটি ভেঙে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।’

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক মাসুম আলম বলেন, ‘ব্রিজটি যে স্থানে নির্মাণ করা হবে, সেখানে সংরক্ষিত বনাঞ্চলের গাছ রয়েছে। সংরক্ষিত বনের গাছ কাটার অনুমতি বন বিভাগ দিতে পারে না। এ ছাড়া গাছ কাটার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে রাঙামাটি ডিসি অফিসে একটি সভার মাধ্যমে বিষয়টি সমাধান হওয়ার কথা রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা