× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগাতিপাড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে পুলিশ মোতায়েন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৫:৪০ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১৭:৫৩ পিএম

সোমবার সকালে নাটোরের বাগাতিপাড়ায় মালঞ্চি বাজারে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি উপলক্ষে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। প্রবা ফটো

সোমবার সকালে নাটোরের বাগাতিপাড়ায় মালঞ্চি বাজারে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি উপলক্ষে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। প্রবা ফটো

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার মালঞ্চি বাজারে উপজেলা আওয়ামী লীগের দুই অস্থায়ী কার্যালয়ে পৃথক নেতৃত্বে এ কর্মিসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক ও বর্তমান সংসদ সদস্যের পাল্টাপাল্টি এ কর্মসূচিকে কেন্দ্র করে মালঞ্চি বাজারে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। তবে আনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা ছাড়াই উভয় পক্ষের কর্মসূচি শেষ হয়েছে।  

সরেজমিনে দেখা যায়, এক দিকে মালঞ্চি বাজারের পশ্চিমে অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার মুখার্জির সভাপতিত্বে কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল কালাম আজাদ। 

বক্তৃতায় পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে তেমন কিছু বলেননি আবুল কালাম আজাদ। তবে উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি নাসিম মাহমুদ সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলকে ‘মাদকসেবীদের মহারাজ’ বলে আখ্যায়িত করেছেন। 

তিনি বলেন, ‘শহিদুল ইসলাম বকুল একজন রাজাকারের সন্তান। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নিজের ভাইকে দাঁড় করিয়ে নির্বাচিত করেছেন। তা ছাড়া ইউপি ও পৌরসভা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থীদের মদদ দিয়েছেন। তার বাবা মুসলিম লীগ করতেন। তিনি ছাত্রদল করতেন। সব প্রমাণ আমাদের কাছে আছে। এসব অভিযোগ বিবেচনার জন্য দলীয়প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোযোগ কামনা করছি।’

আবুল কালাম আজাদের কর্মিসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন, সেকেন্দার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, সহসভাপতি আব্দুল গণি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদীজা বেগম শাপলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান দোলন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রুহুল আমিন সরকার, ১ নম্বর পাকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, ৪ নম্বর দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু, ২ নম্বর জামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, ৫ নম্বর ফাগুয়াড়দিয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শিহাব মাহমুদ প্রমুখ।

অন্যদিকে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের নেতৃত্বাধীন মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু, সহসভাপতি দীপক কুমার কুন্ডু ও শরিফুল ইসলাম প্রমুখ। মানববন্ধনের সময় কার্যালয়ের ভেতরে অবস্থান করলেও বক্তব্য রাখেননি সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 

বক্তৃতায় নুরুল ইসলাম ঠাণ্ডু বলেন, ‘গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রকাশ্যে ১ কোটি ২৬ লাখ টাকা দুর্নীতি করব মর্মে ঘোষণা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এটা একটা বড় ধরনের অন্যায়। আমরা তার পদ বালিতের জন্য জোর দাবি জানাচ্ছি।’

পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, একই বাজারে দুই পক্ষের কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা ছিল। তাই দুই প্লাটুন পুলিশ-ডিবি মোতায়েন করা হয়েছিল। কিন্তু উভয়পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা