× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনাগাজীতে বস্তাভর্তি গুঁইসাপ অবমুক্ত করল বন বিভাগ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১৭:০৭ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ১৭:২৫ পিএম

মঙ্গলবার সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামের জেলে পাড়া, দাশ পাড়া এলাকার এক বাগানে গুঁইসাপগুলো অবমুক্ত করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামের জেলে পাড়া, দাশ পাড়া এলাকার এক বাগানে গুঁইসাপগুলো অবমুক্ত করা হয়।

ফেনীর সোনাগাজীতে উদ্ধার করা বেশ কিছু গুঁইসাপ বস্তাভর্তি করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জেলে পাড়া, দাশ পাড়া এলাকায় খাগড়াছড়ি থেকে আসা তিন যুবকের কাছ থেকে গুঁইসাপগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, এক জাতীয় নেট ব্যবহার করে জেলেপাড়া ও দাশ পাড়া এলাকায় গুঁইসাপগুলো ধরে বস্তাবন্দী করে ওই তিন যুবক। পরে এসব বস্তাবন্দী গুঁইসাপ পরিবহনের সময় এলাকাবাসী টের পাওয়ায় স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। বিষয়টি ফেনী বন বিভাগের রেঞ্জ কর্মকতা বাবুল চন্দ্র ভৌমিককে অবহিত করলে তিনি এসে গুঁইসাপগুলো পাশ্ববর্তী বাগানে অবমুক্ত করেন এবং ওই যুবকদের সতর্ক করেন।

বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিভীষণ বসাক জানান, খাগড়াছড়ি থেকে আসা তিন যুবক এ গুঁইসাপগুলো ধরে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর তোপের মুখে পড়ে। পরে বন বিভাগের সহায়তায় গুঁইসাপগুলো পার্শ্ববর্তী বনে ছেড়ে দেওয়া হয়।

ফেনী বন বিভাগের রেঞ্জ কর্মকতা বাবুল চন্দ্র ভৌমিক জানান, গুঁইসাপ আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় গুঁইসাপগুলো স্থানীয় বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে কোন বন্যপ্রাণী আটক করা, মেরে ফেলা ও পাচার করা আইনত দন্ডনীয়। এসকল প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা