× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচন

অনিয়ম ছাড়া একটি নির্বাচন উপহার দিতে চায় কমিশন

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ১৮:০৪ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪ ১৯:৩৩ পিএম

খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে বিভাগীয় আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। প্রবা ফটো

খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে বিভাগীয় আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। প্রবা ফটো

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আমাদের একমাত্র উদ্দেশ্য— কোনো প্রকার অনিয়ম ও সহিংসতা ছাড়া একটি নির্বাচন উপহার দেওয়া। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে যেন ভোটগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করা।’

বুধবার (৩ এপ্রিল) দুপুরে খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে বিভাগীয় আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভা হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটাররা যেন কোনো প্রকার হুমকি, ভয়ভীতি ও প্রতিবন্ধকতা ছাড়াই কেন্দ্রে এসে ভোট দিতে পারেন এবং ভোটদান শেষে নিরাপদে আবার তার বাড়িতে ফিরে যেতে পারেন। কমিশনের এসব উদ্দেশ্য পূরণে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা নির্বাচন কমিশনের নিদের্শনা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করবেন বলে আজ আমাকে আশ্বস্ত করেছেন।’

তিনি আরও বলেন, ‘একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের নমিনেশন পেপার অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে নমিনেশন পত্র জমাদানে বাধা প্রদানের যে অহরহ অভিযোগ বিগত দিনে ছিল, এবার আর সে সুযোগ থাকবে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘নির্বাচন কমিশনের সাংবাদিক নীতিমালা অনুসরণ করে গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে নির্বাচনী সংবাদ সংগ্রহের সুযোগ পাবেন। এক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করলে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা