× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুমায় অভ্যন্তরীণ যানচলাচল বন্ধ, বাজার জনশূন্য

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১২:৪৯ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ১৪:২৮ পিএম

রুমায় বাজারে লোকজনের আনাগোনা নেই। প্রবা ফটো

রুমায় বাজারে লোকজনের আনাগোনা নেই। প্রবা ফটো

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, অস্ত্রলুট, মসজিদে হামলা ও অপহরণের ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ছাড়া সকাল থেকে রুমার অভ্যন্তরীণ সব যানচলাচল বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে।

রবিবার (৭ এপ্রিল) সকালে রুমা বাজার ব্যবসায়ী, সাধারণ সম্পাদক ও বাস মালিক সমিতির লাইনম্যানের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজারের ব্যবসায়ী আবু সিদ্দিক বলেন, রুমায় ব্যাংক হামলার ঘটনায় আতঙ্কে বাজার এলাকায় অধিকাংশ দোকান বন্ধ ও লোকজন চলাচল সীমিত রয়েছে।

রুমা বাজার সমিতির এক সদস্য জানান, বাজার এলাকা জনগণের উপস্থিতি অনেকাংশে কম থাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এ ছাড়া সকাল থেকে রুমার অভ্যন্তরীণ সব যানচলাচলও বন্ধ রয়েছে। তবে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কোথাও গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।

মালিক সমিতির লাইনম্যান মো. জাকির জানান, সকাল থেকে বান্দরবান-রুমায় গণপরিবহন চলাচল করলেও উপজেলার অভ্যন্তরীণ সব প্রকার যানচলাচল বন্ধ রাখা হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, বাজার এলাকায় আংশিক দোকান বন্ধ থাকলেও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। তবে লোকজনের আনাগোনা কম।

সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে পরে জানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা