× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসা শেষ না করেই হাসপাতাল ছাড়ছেন রোগীরা

মো. শামীম মিয়া, নরসিংদী

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১৫:২৩ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ১৫:২৫ পিএম

 পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রবা ফটো

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রবা ফটো

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাম্প বিকল হয়ে পানি সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘ ১৭ দিন ধরে এ অবস্থা চলছে। ফলে রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমও।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ পানির পাম্প বিকল হয়ে যায়। এরপর থেকেই পানি সরবরাহ বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ পানি সরবরাহ স্বাভাবিক হবে নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ। হাসপাতালে সকল প্রকার অস্ত্রোপচার (অপারেশন) বন্ধ রয়েছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে হাসপাতালের ভর্তি রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। অনেক রোগী চিকিৎসা শেষ না করে হাসপাতাল ছেড়ে চলে গেছে। 

গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে বর্তমানে পুরুষ ও মহিলা ওয়ার্ডে চারজন করে মোট আটজন রোগী ভর্তি আছে। রোগী ও তাদের স্বজনরা বাইরে থেকে পানি নিয়ে আসছে। শৌচাগারে পানি ব্যবহার কম হওয়ায় চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। মারাত্মক ঝুঁকিতে রয়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। তাদের সঙ্গে দুর্ভোগে পড়েছেন স্বজন, চিকিৎসকসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। 

হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানান, হাসপাতালের আবাসিক এলাকায় চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ৩৫টি পরিবার বসবাস করে। পানি সরবরাহ না থাকায় শৌচাগারসহ দৈনন্দিন কাজে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তারা খুবই সমস্যায় পড়েছেন। রোগীদের তো অবস্থা আরও খারাপ। হাসপাতালের মেঝে, রোগীদের বিছানার চাদর ও অন্যান্য কাপড় পরিষ্কার করাও কষ্টকর হয়ে পড়েছে। 

সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসী আফসার জানান, রমজান মাসে এমন ঘটনা অপ্রত্যাশিত। এতে শুধু রোগী বা তাদের স্বজনরাই নয় আমাদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেহরি ও ইফতার করার সময় বাইরে থেকে পানি আনতে হচ্ছে। পানি সংকটে অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসাসেবা প্রায় বন্ধ রয়েছে। অনেক রোগী না বলেই হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। এখন যারা আছেন তারাও চিকিৎসা শেষ না করে চলে যেতে চাচ্ছেন। 

পুরুষ ওয়ার্ডে ভর্তি নজরুল ইসলাম জানান, কিডনি সমস্যাসহ বিভিন্ন সমস্যা নিয়ে ৪ দিন ধরে এ হাসপাতালে আছেন। পানি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিগগিরই চলে যাবেন। শ্বাসকষ্টজনিত রোগে মহিলা ওয়ার্ডে ভর্তি তৌহিদা বলেন, ‘পানি না থাকায় বাথরুমে যেতে পারি না। দুর্গন্ধ পুরো রুমে ছড়িয়ে পড়েছে। নিজের সিটে বসে থাকাটাও মুশকিল।’ 

কাউছার বিন হাসান নামে একজন বলেন, ‘স্ত্রী মৌসুমি আক্তারকে নিয়ে বৃহস্পতিবার (৪ এপ্রিল) হাসপাতালে ভর্তি হই। ডাক্তাররা পানি সংকটে সিজার করতে না চাইলেও অনুরোধ করে করাই। মেয়ে সন্তানের বাবা হয়েছি। সিজার করার সময় বাইরে থেকে প্রায় ৪০ বালতি পানি আনতে হয়েছে। এমন দুর্ভোগের শিকার জীবনে হইনি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নন্দা সেনগুপ্তা বলেন, ‘এখানে মাত্র যোগদান করেছি। আসার আগে থেকেই পানির পাম্পের সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের ইঞ্জিনিয়ার বিষয়টি সমাধানের চেষ্টা করছে। আশা করি অল্প দিনের মধ্যেই সংকটের সমাধান হবে।’

জানতে চাইলে নরসিংদীর সিভিল সার্জন ফারহানা আহমেদ বলেন, ‘পানির পাম্প মেরামতের কাজ চলছে। দ্রুতই পানি সরবরাহ স্বাভাবিক হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা