× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরের দুই মহাসড়কে ফাঁকা, স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪ ১৩:০৮ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৪ ১৩:১১ পিএম

গাজীপুরের যাত্রীদের চাপ নেই, অনেকটাই ফাঁকা দুই মহাসড়ক। প্রবা ফটো

গাজীপুরের যাত্রীদের চাপ নেই, অনেকটাই ফাঁকা দুই মহাসড়ক। প্রবা ফটো

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। শেষ দিনেও অনেকেই বাড়ি ফিরছেন। তবে গত দুইদিনের মতো যাত্রীদের চাপ নেই, পরিবহনের জটলাও নেই। গাজীপুরের দুই মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা।  মহাসড়কে যাত্রীদের থেকে পরিবহন বেশি থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। 

ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক গত দুইদিন ছিল মানুষের ঢল, যানজট ও ভোগান্তি। তবে সোমবার রাত থেকে স্বস্তি ফিরেছে মহাসড়কে। বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে মহাসড়কে চেহারা পুরো পাল্টে গেছে। পুরোপুরি স্বস্তিতে ফিরছে মানুষ। 

সরেজমিনে দেখা যায়, গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় স্বাভাবিক সময়ের থেকেও মহাসড়কে যানবাহন চলাচল করছে। কিছু কিছু যাত্রী আজও ঘরে ফিরতে দেখা যায়। তবে তাদের যাত্রা পথে কোনো ভোগান্তিতে পরতে হয়নি। মহাসড়কে বিপুল পরিমাণ গাড়ি রয়েছে,যা যাত্রীর তুলনায় অনেক বেশি৷ পরিবহন সংশ্লিষ্টরা যাত্রীদের নিতে হাঁকডাক ছাড়ছে৷ অনন্য দিনে অতিরিক্ত ভাড়া নিলেও আজ তা দেখা যায়নি। অপরদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পুরো ফাঁকা। আজ যেসব যাত্রী বাড়ি ফিরছেন তাদের অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলার মাওনা, জৈনাবাজার ও গাজীপুর মহাগরের চান্দনা-চৌরাস্তা স্টেশন রোড, চেরাগআলী, বোর্ডবাজার, সাইনবোর্ড এলাকায় সোমবার দুপুর থেকে রাত জুড়েই যানবাহনের চাপ ছিল, এতে কোথাও কোথাও দীর্ঘ যানজটের তৈরি হলে ভোগান্তি বাড়ে ঈদে ঘরে ফেরা মানুষের। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। ১২টার উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ অনেকটাই স্বভাবিক হতে থাকে এবং যাত্রীদের ভোগান্তি কমতে থাকে। রাতের দিকে ভোগান্তি কমে যায়। তবে বুধবার সকাল থেকে মহাসড়ক একেবারে ফাঁকা। 

আল আমিন নামে এক যাত্রী বলেন, সকালে পরিবার নিয়ে বের হয়েছি। একদম ফাঁকা মহাসড়ক। গাড়িতে ডেকে ডেকে উঠাচ্ছেন, ভাড়াও কম। সাধারণ সময়েও এতো ফাঁকা থাকে না৷ আজ যারা বাড়ি যাচ্ছেন তারা সবচেয়ে আরামে যেতে পারছেন।  

নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মঙ্গলবার বিকাল থেকেই স্বাভাবিক গতিতে চলছে পরিবহন। কোন ভোগান্তি নেই এখন। আজও অনেকেই বাড়ি ফিরছেন, তাদের স্বস্তি একটু বেশি৷ সবার ঈদযাত্রা সুন্দর রাখতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা