× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় তিন কোটি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪ ১৪:৫২ পিএম

বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচল করা যান থেকে বিপুল পরিমাণ টোল আদায় করেছে কর্তৃপক্ষ। প্রবা ফটো

বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচল করা যান থেকে বিপুল পরিমাণ টোল আদায় করেছে কর্তৃপক্ষ। প্রবা ফটো

বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৭৫৫টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল প্রতিদিনের বাংলাদেশকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, এরমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা অংশে ৩৩ হাজার ১৩১টি যান উত্তরবঙ্গে প্রবেশ করেছে। টোল আদায় হয়েছে ২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজা অংশে ১৪ হাজার ৬২৪ টি যানবাহন ঢাকার দিকে প্রবেশ করেছে। টোল আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ২০ হাজার ৮৫০ টাকা।

এসব যানের মধ্যে বাস ১২ হাজার ৯২৬টি, ট্রাক ৭ হাজার ৯২০টি, মোটরসাইকেল ৯ হাজার ৩২৪ টি, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন রয়েছে ১৭ হাজার ৫৮৫টি। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঢাকা ও উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ এবং যানবাহনগুলো নির্বিঘ্নে সেতু পারাপার হচ্ছে এবং স্বাভাবিক গতিতে যান চলাচল করছে।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, মহাসড়‌কে তেমন প‌রিবহন নেই। পরিবহনগু‌লো স্বাভা‌বিক গ‌তি‌তেই চলাচল কর‌ছে। উত্তরবঙ্গগামী মানুষজন স্বস্তিতে বাড়ি ফিরছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা