× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরা ঐতিহাসিক নোমানী ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪ ১১:৩৯ এএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৪ ১১:৪৬ এএম

মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। প্রবা ফটো

মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। প্রবা ফটো

মাগুরায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় জামাত পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হাবিবুর রহমান।

নোমানী ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া মাগুরা মডেল মসজিদে, পৌর গোরস্থান মসজিদ, জজকোর্ট মসজিদ, মাগুরা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মাগুরার পুলিশ সুপার মো. মশিউদৌলা রেজা, পুলিশ লাইনের পুলিশ সদস্য এবং এলাকাবাসী এ জামাতে নামাজ আদায় করেন। 

এছাড়া জেলা জজ কোর্ট মসজিদ, সরকারি কলেজ জামে মসজিদ, পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া জামে মসজিদ, পারনান্দুয়ালী গোরস্থান ঈদগাহ ময়দান, মুন্সীপাড়া ঈদগাহ ময়দানসহ জেলার শ্রীপুর, মহম্মদপু, শালিখা উপজেলাসহ সর্বত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

জেলায় মোট ৪৬৪ ঈদগাহ ময়দান ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে মাগুরারা সদর উপজেলায় ২২৮টি, শ্রীপুর উপজেলায় ৮২টি, মহম্মদপুর উপজেলায় ১১২টি এবং শালিখা উপজেলায় ৪২টি ঈদগাহ ময়দানে সকাল ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদুল ফিতরের নামাজ আদায় সম্পন্ন হয়। এদিকে বৃষ্টি হলে ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন করতে পুস্তুত ছিল জেলার ৭৩০টি গ্রামের প্রায় ২ হাজার ৩০০টি মসজিদ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে জানান, জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মাগুরা জেলা পুলিশেরর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা