× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় বৈশাখ ঘিরে ইলিশের দাম ‘আকাশচুম্বি’

বগুড়া অফিস

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪ ২০:৫৬ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪ ২১:১৩ পিএম

বগুড়ায় বৈশাখ ঘিরে ইলিশের দাম ‘আকাশচুম্বি’

পহেলা বৈশাখ ঘিরে বগুড়ার ইলিশের দাম চড়া। গত এক সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি ৮০০ থেকে এক হাজার টাকা। ‘আকাশচুম্বি’ দাম শুনে বেশিরভাগ ক্রেতাদের ইলিশ না কিনেই চলে যেতে দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, আমদানি নেই এবং পহেলা বৈশাখ তাই বাধ্য হয়েই ইলিশের দাম বাড়ানো হয়েছে। 

শনিবার (১৩ এপ্রিল) বগুড়া শহরের ফতেহ আলী বাজারে ঘুরে দেখা গেছে, মাত্র চারটি দোকানে ইলিশ পাওয়া যাচ্ছে। তবুও যা আছে তা চাহিদার তুলনায় অনেক কম। এসব দোকানের মধ্যে একটি দোকানে কাচা ইলিশ পাওয়া যাচ্ছে বাকি তিন দোকানে রয়েছে স্টোরের ইলিশ। ছয়শ গ্রাম থেকে এক কেজি ওজনের কাচা ইলিশ বিক্রি হচ্ছে ১৭শ’ থেকে ১৮শ’ টাকা কেজিতে। 

অপরদিকে, ৮০০ থেকে দেড় কেজি ওজনের স্টোরের ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে ১৬শ’ টাকা কেজি, যা গত সপ্তাহেও ছিল ৮০০ থেকে ১২শ’ টাকা কেজি। 

মাছ কিনতে আসা কথা সরকার বলেন, ‘প্রতি বছর পহেলা বৈশাখে ইলিশ মাছ খাই। এবার বাজারে এসে দাম শুনেই হতবাক। যে ইলিশ গত সপ্তাহে ছিল ৮০০ টাকা কেজি সেই ইলিশের দাম চাওয়া হচ্ছে ১৬শ’ টাকা কেজি।’

ইলিশ মাছ বিক্রেতা দীপ্ত দাস বলেন,  ‘ঈদ ও  পহেলা বৈশাখ মিলে ইলিশের দাম অনেক বেড়েছে। পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হয়। তাই এখন বিক্রয় করতে হচ্ছে বেশি দামে।’

শুকুরাম নামে আরেক মাছ বিক্রেতা বলেন, ' ইলিশ শিকার নিষিদ্ধ থাকায় ইলিশের সরবরাহ কম ও চাহিদা বেশি হওয়ায় এর দাম বেড়েছে। আমরা যেমন দামে কিনেছি তেমন দামে বিক্রি করছি।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা