× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে দর্শকদের ঢল

বগুড়া অফিস

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪ ১৭:০৮ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪ ১৭:২৫ পিএম

শহরের পৌর পার্কে বগুড়া থিয়েটারের আয়োজনে সাত দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। প্রবা ফটো

শহরের পৌর পার্কে বগুড়া থিয়েটারের আয়োজনে সাত দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। প্রবা ফটো

বগুড়ায় বৈশাখী মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। এ লাঠি খেলা দেখতে আসা আগত দর্শনার্থীরা আনন্দ ও উল্লাসে মেতে উঠেন। 

রবিবার (১৪ এপ্রিল) শহরের পৌর পার্কে বগুড়া থিয়েটারের আয়োজনে সাত দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। এ লাঠি খেলায় গাবতলীর নাংলু এলাকা থেকে আগত খেলোয়াড়রা তাদের খেলার কলা কৌশল দেখান।

এ সময় প্রবীনরা যেন খুঁজে পেয়েছিল হারানো স্মৃতি। এছাড়া নতুন প্রজন্মও জানল ঐতিহ্যবাহী খেলার ইতিকথা।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জারিন তাসনিম সাবা বলে, বাবার সঙ্গে এই প্রথম লাঠি খেলা দেখলাম। দারুণ লাগল। 

খেলোয়াড়দের প্রধান লিমন বলেন, তিনি এ দলের হয়ে দীর্ঘ বছর খেলা প্রদর্শন করছেন। আমাদের দলে ১২জন সদস্য আছে৷ আমরা চেষ্টা করছি এই লাঠি খেলা ধরে রাখার। 

বৈশাখী মেলার আয়োজক ও বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও মেলার আয়োজন করা হয়েছে। মেলায় হারানো ঐতিহ্যবাহী খেলা রাখা হয়েছে যাতে নতুন প্রজন্ম এসবের সঙ্গে পরিচিত হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা