× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাড়াইলে শিক্ষককে ‘কুপিয়ে জখম’, গ্রেপ্তার ২

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪ ১৭:১৯ পিএম

গ্রেপ্তার জয়নাল মিয়া এবং জামাল উদ্দিন। প্রবা ফটো

গ্রেপ্তার জয়নাল মিয়া এবং জামাল উদ্দিন। প্রবা ফটো

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মতিউর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ এপ্রিল) রাত ১১টায় জেলা সদর উপজেলার নীলগঞ্জ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামের মৃত মুনতাজ উদ্দিনের ছেলে জয়নাল মিয়া এবং একই এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে জামাল উদ্দিন।

এর আগে শুক্রবার (১২ এপ্রিল) আহত মতিউর রহমানের ছেলে হুমায়ুন রশিদ জুয়েল ৪ জনকে আসামি করে তাড়াইল থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামের মৃত মুনতাজ উদ্দিনের ছেলে জয়নাল মিয়ার সঙ্গে মতিউর রহমানের জমি বিরোধ রয়েছে। ঈদের দিন (১১ এপ্রিল) নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাওয়ার পথে জয়নাল মিয়ার দুই ছেলে বিজয় মিয়া, নিলয় মিয়া ও মৃত আসাদুজ্জামানের ছেলে জামাল উদ্দিন মতিউর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আহত মতিউর রহমান বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বলেন, ‘এ ঘটনায় আসামিদের কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা