× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০ বছর পর সুফিয়া বিবির খোঁজ মিলল পাকিস্তানে, ফিরতে চান দেশে

রংপুর অফিস

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ২০:১৩ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ২০:২৭ পিএম

সুফিয়া বিবি। ফাইল ফটো

সুফিয়া বিবি। ফাইল ফটো

নিখোঁজের ৩০ বছর পর রংপুরের সুফিয়া বিবির খোঁজ মিলেছে পাকিস্তানে। তার বাড়ি বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের নাওপাড়া কাশিগঞ্জ গ্রামে। সোমবার (১৫ এপ্রিল) ‘দেশে ফেরা’ নামক একটি ফেসবুক আইডি থেকে সুফিয়া বিবি দেশে ফেরার আকুতি জানান। পরে সেটি ব্যাপক ভাইরাল হলে সুফিয়ার আত্মীয়-স্বজনরা তাকে শনাক্ত করে।

সুফিয়ার স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীর পাশের কাশিগঞ্জ গ্রামের চাঁন মাসুদ ও শরিতন নেছার সংসারে জন্ম হয় সুফিয়া বিবির। ১৮ বছর বয়সে দামোদরপুর ইউনিয়নের সৌলারপাড় গ্রামের জব্বার মিয়ার সঙ্গে বিয়ে হয় সুফিয়ার। তাদের সংসারে জন্ম হয় দুই কন্যার। কিন্তু পারিবারিক কলহের কারণে প্রায় ৩০ বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয় সুফিয়া। এরপর সুফিয়া বেগমের আত্মীয়-স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। সবাই ধরে নেয় সুফিয়া বিবি মনে হয় বেঁচে নেই। এরই মধ্যে সুফিয়া বিবির স্বামী ও দুই কন্যার মৃত্যু হয়।

সোমবার দেশে ফেরা ফেসবুক আইডি থেকে সুফিয়া বিবির ভিডিও প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, তার বাড়ি বাংলাদেশে এবং তার নাম সুফিয়া বিবি। তিনি বদরগঞ্জ উপজেলার নাওপাড়া কাশিগঞ্জের বাসিন্দা। বুধবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় পাকিস্তান থেকে বদরগঞ্জের গ্রামের বাড়িতে সুফিয়ার সঙ্গে তার আত্মীয়-স্বজনদের ভিডিও কলে কথা হয়। এ সময় পরিবারের সদস্যরা এবং সুফিয়া বেগম আবেগে আপ্লুত হয়ে পড়েন।

সুফিয়া বিবির ভাতিজা মেনহাজুল ইসলাম বলেন, ‘যখন ফুফু হারিয়ে যায়, তখন আমার বয়স মাত্র ১০ বছর। তবুও তার সঙ্গে আমার শৈশবের স্মৃতিগুলো মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারতাম না। আমরা সবাই ধরেই নিয়েছিলাম তিনি মারা গেছেন। এখন তার খোঁজ মিলেছে। তাকে আবার দেখতে পারব। এই অনুভূতি অন্য রকম। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ফুফুকে দেশে ফেরানোর চেষ্টা করছি।’

সুফিয়া বিবির ভাতিজা আনোয়ার হোসেন বলেন, ‘আজ ভিডিও কলের মাধ্যমে প্রায় এক ঘণ্টা কথা হয়েছে। পরিবারের সকল সদস্যের সঙ্গে ফুফু কথা বলেছেন। তিনি পাকিস্তানে আর থাকতে চাচ্ছেন না। তিনি দেশে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকি জীবন কাটাতে চান। আমরাও তাকে দেশে ফেরাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণে আশ্বস্ত করেছি।’

বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম ভুট্টু বলেন, ‘বিষয়টি শুনে আমিও আনন্দিত হয়েছি। আমরাও চাই সুফিয়া দ্রুত ফিরে আসুক। সুফিয়াকে ফিরিয়ে আনতে তার পরিবার ইউনিয়ন পরিষদ থেকে যা যা সহায়তা চাইবে, আমরা দিতে প্রস্তুত রয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা