× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাস্তা বন্ধ করে মাদ্রাসার দেয়াল নির্মাণ, দুর্ভোগে ১৬ পরিবার

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪ ১৮:৫৬ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪ ১৯:৪৪ পিএম

মাদ্রাসার দেয়াল নির্মাণ করায় দুর্ভোগে পড়েছে ১৬টি পরিবার। প্রবা ফটো

মাদ্রাসার দেয়াল নির্মাণ করায় দুর্ভোগে পড়েছে ১৬টি পরিবার। প্রবা ফটো

মাদারীপুরের কালকিনি পৌর শহরের চর ঝাউতলা গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করেছে কালকিনি বালিকা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে ওই রাস্তা ব্যবহারকারী ১৬টি পরিবারের প্রায় অর্ধশত মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, কালকিনি বালিকা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ দেয়াল নিমার্ণ করায় মাদ্রাসার উত্তর পাশে বসবাসকারী ১৬টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। তাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা কালকিনি বালিকা দাখিল মাদ্রাসার মাঠ।

মাদ্রাসা প্রতিষ্ঠার আগে থেকেই ওই জায়গা দিয়ে চলাচল করত তারা। ১৫ ফুট প্রশস্ত রাস্তা দিয়ে প্রায় দুই যুগ ধরে চলাচল করছে ১৬টি পরিবারের লোকজন।

রবিবার (১৪ এপ্রিল) দেয়াল দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। বাধ্য হয়ে তারা অন্য বাড়ির পেছনের বাগান দিয়ে চলাফেরা করছে।

অবরুদ্ধ পরিবারের সদস্য রোকসানা খানমসহ পরিবারের একাধিক সদস্যরা বলে, ‘১৬টি পরিবারের সদস্যরা কালকিনি শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। সে কারণে সবাই এখানে জমি কিনে বসবাস করছেন। সবাই শান্তিপ্রিয় মানুষ। আমরা এখন শুধু একটু চলাচলের রাস্তা চাই।’

এ ব্যাপারে কালকিনি বালিকা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু মুসা বলেন, ‘দেয়াল দেওয়ার বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করে করা হয়েছে।’

কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, ‘দেয়াল নির্মাণের বিষয়ে আমার জানা নেই। দেয়াল দেওয়াতে যদি কোনো পরিবারের ক্ষতি হয়ে থাকে, তাহলে আমি মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখব এটার সমাধান করা যায় কি না।’

স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী বলেন, ‘যেহেতু এটি একটি মহিলা মাদ্রাসা, তাই নিরাপত্তার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ দেয়াল নির্মাণ করেছে। যখন এ পাশের লোকজনরা বাড়িঘর নির্মাণ করেছে, তখন তারা চলাচলের রাস্তা না রেখেই বাড়িঘর নির্মাণ করেছে। এখন তাদের বের হতে হলে নিজেদের রাস্তা তৈরি করে বের হতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা