দিনাজপুরের ফুলবাড়ির কালী রাইস মিলে টাকা লুটের পাশাপাশি ভাঙচুর চালিয়েছে ডাকাতরা। প্রবা ফটো
দিনাজপুরের ফুলবাড়ীর একটি রাইস মিলে পাহারাদারকে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রায় দুই লাখ টাকাসহ সিসিটিভি ক্যামেরার সেটআপ বক্স নিয়ে গেছে ডাকাতরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত আড়াইটার দিকে ফুলবাড়ী পৌর এলাকার উপজেলা পরিষদ রোডের প্রেসক্লাব সংলগ্ন কালী রাইস মিলে এ ঘটনা ঘটে।
মিলটির কর্তৃপক্ষ জানিয়েছে,
পাঁচ-ছয় জনের একটি ডাকাত দল মুখে কাপড় বেঁধে ওই মিলে প্রবেশ করে। এসময় অফিস কক্ষের
পাশে থাকা আমিন মুর্মু নামের এক পাহারাদারকে দেশিয় অস্ত্র ঠেকিয়ে তার মুখে স্কচ টেপ
লাগায়। পরে তার হাত-পা বেঁধে ফেলে। পরে অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে সিন্দুকসহ
স্টিলের ফাইল ক্যাবিনেট এবং ক্যাশ বাক্স ভাংচুর করে। ক্যাশে থাকা দুই লাখ টাকাসহ সিসিটিভি
ক্যামেরার সেটআপবক্স ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায় ডাকাতরা।
ডাকাতদের কবলে পড়া পাহারাদার আমিন মুর্মু বলেন, ‘প্রতিদিনের মতোই পাহারার এক সময় আচমকা একদল ডাকাত মিলে প্রবেশ করে। এসময় কিছু বুঝে ওঠার আগেই ডাকাত দলের সদস্যরা দেশিয় অস্ত্র ঠেকিয়ে আমার হাত-পা বেঁধে ফেলে। আমার মুখে স্কচ টেপ সাঁটিয়ে কম্বল চাপ দিয়ে শুইয়ে রাখে। পরে তারা অফিসকক্ষে ভাংচুর চালায়। ডাকাতদল চলে যাওয়ার পর কৌশলে মুখের স্কচ টেপ খুলে চিৎকার করলে অপর পাহারাদার সুকুমার রায় এসে আমার হাত-পায়ের বাঁধন খুলে দেয়।’
মিলের ব্যবস্থাপক প্রমোদ চন্দ্র সরকার বলেন, ‘আমি শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মিলে এসে বিষয়টি জানতে পারি। ডাকাতরা প্রায় দুই লাখ টাকাসহ সিসি ক্যামেরার সেটআপ বক্স ও হার্ডডিক্স নিয়ে যায়। এছাড়াও তারা অফিসের ফাইলপত্র তছনছ করেছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’
কালী অটো রাইস মিলের সত্ত্বাধিকারী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত বলেন, ‘আমি বাসায় আছি। এখনও মিলে যাইনি। মিলে গেলেই বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে থানা পুলিশকে অবগত করা হয়েছে।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ‘বিষয়টি ডাকাতি নয়, চুরি ঘটেছে। অভিযোগ নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.