শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রবা ফটো
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন বাহিনীটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তার সঙ্গে ছিলেন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শুক্রবার সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও সদর দপ্তরসহ দেশের সব ব্যাটালিয়নে দিবসটি পালিত হয়। দেশের সব ব্যাটালিয়নের প্রবেশপথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সুসজ্জিত করা হয়। অনুষ্ঠিত হয় শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর আলোচনা। এ ছাড়া ৭ মার্চের ভিডিও চিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শীত হয়। জুমার নামাজ শেষে সব ব্যাটালিয়নে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
র্যাব কর্মকর্তা ইমরান খান জানান, এসবের পাশাপাশি বাহিনীটির বিভিন্ন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.