× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোস্তফা গ্রুপের ছয় মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ২২:২০ পিএম

মোস্তফা গ্রুপের ছয় মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রুপালী ব্যাংকের ৬৩ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় মোস্তফা গ্রুপের ৬ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (১৯ মার্চ) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দিয়েছেন। 

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, দায়িক ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিবাদিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়েছেন। গ্রেপ্তারের তারিখ থেকে দেওয়ানি আটকাদেশের মেয়াদ গণনা শুরু হবে। সোলেনামার শর্ত মোতাবেক পরিশোধযোগ্য কিস্তির টাকা পরিশোধ করলে বিবাদীরা দেওয়ানি আটকাদেশ থেকে মুক্তি পাবেন।

আসামিরা হলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হেফাজতুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন, পরিচালক মোহাম্মদ শফিক উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন, রফিক উদ্দিন, কামাল উদ্দিন। 

মামলার নথি থেকে জানা যায়, মোস্তফা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স এম এম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেডের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০১৩ সালে মামলা দায়ের করে। ওই মামলায় দায়িকদের বিরুদ্ধে সোলেনামাসূত্রে ২২ কোটি ৮২ লাখ ২৯ হাজার ৩৪৯ টাকা ৩৬ টি ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধের ডিক্রি হয়। ২০২২ সালের ১ থেকে কিস্তির মেয়াদ গণনা শুরু হয়। দায়িকরা সোলেনামার শর্ত মোতাবেক পরিশোধযোগ্য ৮ টি কিস্তির মধ্যে একটি কিস্ত্রির টাকাও সম্পূর্ণ পরিশোধ করেননি। 

তাই ডিক্রিদার রূপালী ব্যাংক লি. সোলেনামার শর্ত মোতাবেক সুদ মওকুফ বাতিল করে ৬৩ কোটি ৪৬ লাখ ১২ হাজার টাকা আদায়ের দাবিতে ২০২২ সালের ২০ অক্টোবর জারি মামলা আনয়ন করে। সোলেনামার শর্ত ভঙ্গ করায় ডিক্রিদার ব্যাংক হলফনামা সহকারে অর্থঋণ আইনের ৩৪ ধারা মোতাবেক দায়িকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ প্রত্যেককে ৫ মাসের দেওয়ানী আটকাদেশ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা