রাজশাহী অফিস
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৫:৩৫ পিএম
এমটিএফই অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
রাজশাহীর
মোহনপুরে অনলাইনভিত্তিক এমটিএফই অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের
দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তাররা
হলেন- রাজশাহী জেলার মোহনপুর থানাধীন দ্বিজেন্দ্রনাথ সাহার ছেলে দিপেন্দ্রনাথ সাহা
ও নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন আব্দুর রশিদের ছেলে লতিফুর বারী।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব
তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, বুধবার
(২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা
গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, নগরীর রাজপাড়া থানায় এমটিএফই অ্যাপে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা এক করে ভুক্তভোগী। আদালতের নির্দেশনা মোতাবেক পুলিশ, সিআইডি ও পিবিআইর যৌথ তদন্ত শেষে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের হাজির করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মাধ্যমে অনেকেই এখানে অর্থ বিনোয়োগ করে প্রতারিত হয়েছেন।