× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসক পরিচয়ে চুরি, বিলাসী জীবনযাপন জুবাইদার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১৬:৩৪ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৪ ১৬:৫৬ পিএম

চিকিৎসক পরিচয়ে রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে চুরি করা জুবাইদা সুলতানাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। প্রবা ফটো

চিকিৎসক পরিচয়ে রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে চুরি করা জুবাইদা সুলতানাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। প্রবা ফটো

চিকিৎসক পরিচয়ে রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে চুরি করা এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন হোটেল থেকে চুরি করা নারীদের গহনা, মোবাইল, ভ্যানিটি ব্যাগ, টাকা, ল্যাপটপসহ বিপুল কসমেটিকস।

শনিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

গ্রেপ্তার ওই নারীর নাম জুবাইদা সুলতানা। তিনি নিজেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অনকোলজী বিভাগের প্রধান ডাক্তার ফারহানা হক হিসেবে পরিচয় দিতেন। তদন্তকারী সাইবার ক্রাইমের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা ক্লাবের একটি সেমিনার থেকে চিকিৎসক ফারহানার ব্যাগ চুরির পর তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন হোটেলে চুরি করা শুরু করেন জুবাইদা।

হারুন অর রশীদ বলেন,  ‘জুবাইদা সুলতানা নিজেকে ফারহানা হক হিসেবে পরিচয় দিয়ে রাজধানীর গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, হোটেল রেডিসনসহ অভিজাত বিভিন্ন হোটেলে আয়োজিত সভা, সেমিনারসহ সামাজিক নানা অনুষ্ঠানে অংশ নিতেন। এরপর নারীদের টার্গেট করে কৌশলে চুরি করতেন ব্যাগ, মোবাইল, ল্যাপটপ, টাকার মতো মূল্যবান জিনিস।’

তিনি বলেন, ‘এই নারী বিভিন্ন কৌশলে নামিদামি হোটেলে চুরি শেষে কোনো পণ্য পছন্দ হলে নিজে ব্যবহার করতেন। বাকিটা তার প্রবাসী স্বামীর সহযোগিতায় বিক্রি করতেন। জুবাইদার বাবা একজন অবসরপ্রাপ্ত সচিব। তার বড় বোনও সরকারি চাকরি করে। তার চুরির স্বভাবের কারণে পরিবার থেকে বিতারিত হয়। জুবাইদার দ্বিতীয় বিয়ের স্বামী প্রবাসে থাকে। তিনি তার চতুর্থ স্ত্রী।’

তিনি আরও বলেন, ‘জুবাইদা এখন পর্যন্ত সাত থেকে আটশো মোবাইল চুরি করেছে। সেমিনারে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে অনলাইন রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতেন। সারা দিন গুরু-গম্ভীর আলোচনার ফাঁকে ফাঁকে চুরি করে সটকে পড়তেন। তিনি টার্গেট করতেন কর্মজীবী মহিলা ও স্কুল-বিশ্ববিদ্যালয়ের মেয়েদের। বিলাসী জীবনযাপনে অভ্যস্ত জুবাইদা নিজেকে পরিমিতভাবে গুছিয়ে রাখতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা