× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজের নামে পরিচিত হবে জবি : উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৩ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১০ পিএম

নিজের নামে পরিচিত হবে জবি : উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, আমরা কারোর সঙ্গে তুলনা করতে চাই না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার নিজের নামে পরিচিত হবে। বৃ্হস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফার্মেসি বিভাগের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘সবারই একটা নিজস্ব স্বকীয়তা থাকে। তারা সেটা দিয়ে সবার মাঝে আলাদা করে পরিচিতি পায়। আমাদের স্বকীয়তা ও যোগ্যতা দিয়ে সব ক্ষেত্রে এগিয়ে যেতে চাই। ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সফলভাবেই বিশ্ববিদ্যালয়টি সামনের দিকে এগিয়ে চলছে।’

ইমদাদুল হক বলেন, ’বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সীমাবদ্ধতা থাকার পরও শিক্ষার্থীরা সব ক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা চাই, এখান থেকেই শিক্ষার্থীরা নিজেদের যথাযোগ্য করে গড়ে তুলে সোনার বাংলাদেশ গড়তে সচেষ্ট হবেন।’

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সিতেশ চন্দ্র বাছার, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মো. মতিয়ার রহমান, বিকন গ্রুপের পরিচালক মঞ্জুরুল আলম ও প্যারাগন ফার্মাসিউটিক্যালের ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ শামীম।

এর আগে বর্ষপূর্তি উপলক্ষে রঙ-বেরঙের বেলুন, ফেস্টুন, ব্যানার ও নজরকাড়া কারুকাজে সাজানো হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন। বেলা ১১টায় কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা