× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একুশের প্রথম প্রহরেই সংঘর্ষে চবি ছাত্রলীগ

চবি প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২১ এএম

একুশের প্রথম প্রহরে সংঘর্ষে জড়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়ের দুই অংশের নেতাকর্মীরা। প্রবা ফটো

একুশের প্রথম প্রহরে সংঘর্ষে জড়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়ের দুই অংশের নেতাকর্মীরা। প্রবা ফটো

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একুশের প্রথম প্রহরে সংঘর্ষে জড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়ের দুই অংশের নেতাকর্মীরা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় এক পক্ষ সোহরাওয়ার্দী হল ও অপরদিকে বিজয় গ্রুপের আরেকটি পক্ষ চবির কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থান নেয়। দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন দুই পক্ষের অনুসারীরা।  

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে বিজয় গ্রুপের দুটি অংশ। এক অংশের নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আলামিন হোসেন এবং অন্য অংশের নেতৃত্ব দেন দেলোয়ার হোসেন।

এক পক্ষ আলাওল হল ও এএফ রহমান হল ও অপরপক্ষ সোহরাওয়ার্দী হলে অবস্থান করে।

 কিছুদিন ধরে এএফ রহমান হলের রুম দখলকে কেন্দ্র করে গ্রুপের উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সোমবার রুমের ব্যাপারে কথা বলতে গেলে আলামিনের অনুসারীরা দেলোয়ারের অনুসারীদের ধাওয়া দেন। পরে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় আলামিনের অনুসারীদের ধাওয়া করে দেলোয়ার গ্রুপ। এতে সংঘর্ষ শুরু হয়।

বিজয় গ্রুপের এক পক্ষের নেতা মোহাম্মদ দেলোয়ার বলেন, ‘গত কয়েকদিন ধরে আলাওল হলে থাকা আমাদের কিছু কর্মীকে বের করে দেওয়ার চেষ্টা করছে তারা।

আজকে রাতে আমরা আলাওল হলের দিকে কথা বলার জন্য যেতে চাইলে তারা আমাদের ধাওয়া করে।’

এদিকে বিজয়ের অপরপক্ষে নেতাকর্মীরা জানিয়েছেন, ‘একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশে ফুল দিতে যাওয়ার সময় তাদের উপর হামলা চালানো হয়।’

এই বিষয়ে চবির সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ভোর চারটা পর্যন্ত পুলিশ উপস্থিত ছিল। আলাওল হলে কিছু ভাঙচুর হয়েছে। হল কর্তৃপক্ষের সাথে কথা বলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা