কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের একুশের শ্রদ্ধা নিবেদন। প্রবা ফটো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অমর একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২১শে ফ্রেব্রুয়ারি) প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ট্রেজারার প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ, বিশ্ববিদ্যালয়ের হল, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, ‘পূর্ব বাংলার মানুষের অধিকার চেতনা জাগ্রত হয় ভাষাকে কেন্দ্র করেই। বাংলা ভাষার ওপর ভিত্তি করে বাঙালি জাতি একত্রিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘১৯৪৮ সাল থেকে শুরু করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যে চেতনা, সেই চেতনার মূলে ছিল বাঙালি ভাষার ঐক্য ও অধিকারের প্রশ্ন। এই কারণে মুক্তিযোদ্ধারা হাসিমুখে জীবন দিয়ে এ দেশটি স্বাধীন করেছেন।’
ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘ভাষা আন্দোলন হলো বাঙালি জাতির মাথা নত না করার আন্দোলন। পরবর্তী যে কয়েকটি আন্দোলন হয়েছিল তার মূলমন্ত্র ভাষা আন্দোলনের মধ্যে নিহিত ছিল।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.