বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইফতির মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের দেওয়া ১০ দাবি পূরণ হয়নি ৪৮ ঘণ্টাতেও। প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আন্দোলন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে শুরু হয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় প্রক্টরের পদত্যাগ এবং শিক্ষার্থীদের দাবি মানার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে কৃষি অনুষদের তৃতীয় তলায় শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ বিষয়ে কৃষি অনুষদের শিক্ষার্থী তৌহিদ চৌধুরী বলেন, ‘আমাদের ৪৮ ঘণ্টার সময়সীমা পেরিয়ে গেলেও কোনো দাবি এখনো পূরণ করা হয়নি। এমন একটি মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে কোনো শোকবার্তাও প্রকাশ করা হয়নি। আমরা শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু তারা এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা রবিবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয়, তবে তীব্র আন্দোলন গড়ে তুলব। ক্লাস পরীক্ষা বর্জন করব।’
এদিকে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ। ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সভাপতি হাবিব আহমেদ লিমন বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ারের সুবিধা বৃদ্ধি এবং অ্যাম্বুলেন্স সংখ্যা বাড়ানোর দাবি জানান।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সকল দাবি পূরণ করার যথাসাধ্য চেষ্টা করব। ইতোমধ্যে বেশ কয়েকটি দাবি পূরণের কাজ শুরু করেছি আমরা। বাকি দাবিগুলো পূরণের জন্য তাদের কাছে আমরা সময় চেয়েছি।’
প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে সেটি আমাদের সকলের জন্য খুবই দুঃখজনক। আমরা সড়ক মেরামতে সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। বিশ্ববিদ্যালয়ে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি।’
গত সোমবার বিশ্ববিদ্যালয়ে দেবদারু রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী মোরশেদুল ইসলাম ইফতীর মৃত্যু হয়। এ ঘটনায় ২১ ফেব্রুয়ারি সড়ক অবরোধ করে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ১০টি দাবি নিয়ে বাকৃবি উপাচার্যের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.