ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্রী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির কাজ প্রায় শেষের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বন্ধের দিনেও তদন্তের নানান দিক খতিয়ে দেখেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডলের কক্ষে আজ দ্বিতীয় দিনের মতো তদন্ত কমিটির সদস্যরা পর্যালোচনায় বসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম ও একাডেমিক শাখার উপরেজিস্ট্রার আলীবদ্দীন খান।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য সচিব আলীবদ্দীন খান বলেন, ’আমাদের পর্যালোচনা কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামীকালও আমরা বসে আরেকটু কাজ করব। তারপর প্রতিবেদন জমা দেব। সিসিটিভি ফুটেজ এখনও পাইনি। তবে চেষ্টা করছি উদ্ধারের।’
দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও ৭-৮ জন জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী। বিষয়টি নিয়ে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের গঠন করা মোট তিনটি কমিটির তদন্তকাজ চলছে।
সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। মনিটর সচল থাকলেও বায়োসের ব্যাটারি নষ্ট হওয়ায় ফুটেজ আছে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। গত শনিবার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করতে গেলে এটি তদন্ত কমিটির সদস্যদের নজরে আসে।
জানা গেছে, হলের বাইরে এবং ভেতরে মিলিয়ে মোট ৮টি সিসিটিভি ক্যামেরা আছে। এর মাঝে দুটি অচল। ক্যামেরাগুলো যে অবস্থানে লাগানো রয়েছে তাতে ওই রাতের ঘটনার একটা অংশ ভিডিওয়ে ধরা পড়ার কথা এসব ক্যামেরায়।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. আহসানুল আম্বিয়া বলেন, ’আমরা চেষ্টা করছি। তবে ফুটেজ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এখন রিকভকারি এক্সপার্টরা যদি পারেন তাহলে ভালো কথা।’
এ বিষয়ে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. শামসুল আলম বলেন, ’টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা এখনও ফুটেজ পাইনি। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুই-তিন দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.