কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন পদে নিয়োগ নিয়ে ফোনালাপ ফাঁসের ঘটনায় বিপাকে পড়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ১৬ ফেব্রুয়ারি ফাঁস হওয়া নিয়োগসংক্রান্ত এক অডিওতে খণ্ডকালীন শিক্ষক অলিউর রহমানকে উপাচার্য ‘অলি কোথায়’ বলে সম্বোধন করেন। এরপর একে একে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে তার ছয়টি অডিও ফাঁস হয়।
অডিওগুলো উপাচার্যেরই, এটা তিনি বৈঠকে স্বীকার করেছেন বলে সম্প্রতি দাবি করেছেন প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ড. মো. মাহবুবর রহমান। তিনি বলেন, ’উপাচার্য এই ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। তিনি নৈতিকভাবে ওই চেয়ারে বসার যোগ্যতা হারিয়েছেন।’
অডিওর জেরে দুর্নীতির অভিযোগে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে অপসারণের দাবিতে আন্দোলনে নামে চাকরিপ্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতারা। ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করতে পারেনি এমন ১৬ জন শিক্ষার্থীকে ভর্তির দাবি জানিয়েছে কর্মকর্তা সমিতি। জানা গেছে, বিভিন্নজন বিভিন্নভাবে উপাচার্যকে চাপে ফেলে অনৈতিক দাবি করছে।
এদিকে অডিও কাণ্ডে উপাচার্যের ব্যক্তিগত সহকারী আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে। অডিও ফাঁসের বিষয়ে জিডি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সামগ্রিক বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ’ব্যক্তিগত ও অফিসিয়াল কাজে ঢাকা এসেছি। ইউজিসিতে মিটিং আছে।’ তবে ফাঁস হওয়া অডিও বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.