× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

রাবি ছাত্রীকে নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের হুমকির প্রতিবাদে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৫ মার্চ ২০২৩ ১৩:১৮ পিএম । আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১৩:৫৬ পিএম

রাবি শিক্ষার্থীকে নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের হুমকির প্রতিবাদে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। প্রবা ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ছয় সিনিয়র শিক্ষার্থী এক জুনিয়র ছাত্রীকে শারীরিক নির্যাতন করে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ ও সুষ্ঠু তদন্ত করে জড়িতদরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনহাজ উদ্দিন মামুন বলেন, ‘এখানে আমরা উপস্থিত হয়েছি আমার বন্ধুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে। বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় এমন ঘটনা আমরা কখনো মেনে নিতে পারি না। এমন ঘটনা যেন বিশ্ববিদ্যালয়ে আর না ঘটে, তার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

পঞ্চম ব্যাচের আরেক শিক্ষার্থী উৎপল হাসান বলেন, ‘শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, প্রায় সব বিশ্ববিদ্যালয়ে এমন ঘটছে। র‌্যাগিংয়ের নামে আমার বোনদের মানসিক, শারীরিক ও যৌন হেনস্তা করা হচ্ছে। আমরা দেখি দোষ করেও অভিযুক্তরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আমরা এসব র‌্যাগিং চাই না। আমরা দোষীদের শাস্তি চাই। যেন এমন ঘটনা ঘটাতে কোনো সিনিয়র আর সাহস না পায়।’

গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রীকে গালিগালাজ, শারীরিক নির্যাতন ও বন্ধুদের দিয়ে সংঘবন্ধ ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তিন ছাত্রলীগ নেতা-নেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী ছাত্রী।

অভিযুক্তরা হলেন- মন্নুজান হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতিফা হক শেফা, সহ-সভাপতি তাজনোভা থিমী, সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমানসহ আইইআর বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, শাহবাজ আহমেদ তন্ময় ও আকাশ মাহবুব।

এ ঘটনায় বিভাগের অভিযোগ তদন্ত কমিটির সভাপতির কাছেও লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা