× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সায়েন্স ল্যাবের বিস্ফোরণে আহত ঢাবি ছাত্র আইসিউতে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ২১:০৪ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ২২:১৭ পিএম

সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাবি ছাত্র নূর নবী। সংগৃহীত

সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাবি ছাত্র নূর নবী। সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণে নূর নবী নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (৫ মার্চ) সকালে বিস্ফোরণের সময় ভবনের নিচে থাকায় মাথার ওপর ভারী বস্তু পড়ে নূর নবী আহত হন। এতে তার মাথা ফেটে যায় এবং ডান পা ভেঙে যায়। নূর নবী ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

নূর নবীর হলের বন্ধু জুবায়ের আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ভবন বিস্ফোরণের সময় নূর নবী ওই বিল্ডিংয়ের নিচে ছিল। সে বেশ ভালো আঘাত পায়। সকালে একজন উদ্ধার করে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে আসে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আইসিইউতে ভর্তি আছে। তার একটি পা ভেঙে গেছে এবং মাথায় ফ্র্যাকচার হয়েছে। খিঁচুনিও আছে হালকা। চিকিৎসা চলছে। আমরা তার সঙ্গেই হাসপাতালে আছি।’

রবিবার বেলা ১১টার দিকে সায়েন্স ল্যাবের ওই ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। এরা হলেন শফিকুজ্জামান, আবদুল মান্নান ও তুষার। তিনজনই ওই ভবনে থাকা একটি প্রতিষ্ঠানের কর্মী। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা