সংঘর্ষের জেরে তিন দিন ঢাকা কলেজের ক্লাস স্থগিত। ছবি : সংগৃহীত
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষের পর আগামী তিন দিন ক্লাস স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।
রবিবার (৫ মার্চ) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ মার্চ অনিবার্য কারণে কলেজের ক্লাস স্থগিত থাকবে। এ ছাড়া ৭ মার্চ দোলযাত্রা ও ৮ মার্চ পবিত্র শবেবরাত উপলক্ষে ক্লাস স্থগিত থাকবে। কিন্তু ৮ মার্চ বাদে অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও মাস্টার্সের সব পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে।
সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে অনেক আগে থেকে ঝামেলা চলে আসছে। আমাদের কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এখন পর্যন্ত সাতজন আহতের খোঁজ পেয়েছি আমরা। সোমবার ক্লাস স্থগিত করা হয়েছে। এ ছাড়া ৭ ও ৮ মার্চ সরকারি ছুটি হওয়ায় সেদিনও ক্লাস স্থগিত করা হয়েছে।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.