ফাইল ছবি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রীকে নির্যাতনের ঘটনা ভিডিও ধারণ করা মোবাইল ফোনটি উদ্ধারে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইতোমধ্যে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ নির্দেশনাগুলো হাতে পেয়েছি। পূর্বে উচ্চ আদালত যা নির্দেশনা দিয়েছে সেগুলো বাস্তবায়ন করা হয়েছে। গত মঙ্গলবার রেজিস্ট্রার ইবি থানায় অফিসিয়ালি লিখিত দিয়েছেন। আগামী শনিবার (১১ মার্চ) অভিযুক্ত হালিমা খাতুন উর্মীর সকল তথ্য বিভাগ থেকে সংগ্রহ করবে থানা। এখন পর্যন্ত মোবাইল ফোনের উদ্ধার তৎপরতা চলমান।’
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বিপ্লব বলেন, ‘বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের পাঠানো একটি চিঠি পেয়েছি। চিঠিটি পাওয়া থেকে আজ অব্দি উদ্ধার কাজের তৎপরতা চলছে।’
১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরীকে রাতভর নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত ১ মার্চ সানজিদা অন্তরাসহ পাঁচ অভিযুক্তকে ক্যাম্পাস থেকে সাময়িক বহিষ্কার, হল প্রভোস্টকে প্রত্যাহার, ভুক্তভোগী ফুলপরীর নিরাপত্তা ও তার পছন্দের হলে উঠানোর নির্দেশ দেয় হাইকোর্ট। এ ছাড়া অভিযুক্তদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেই মর্মে কারণ দেখাতে বলা হয়।
হাইকোর্টের নির্দেশে সেদিনই হল প্রভোস্টকে প্রত্যাহার করে প্রশাসন। ৪ মার্চ ফুলপরীকে শেখ হাসিনা হল থেকে স্থানান্তরিত করে তার পছন্দমতো বঙ্গমাতা হলের বকুল ব্লকের ৫০১ রুমে সিট বরাদ্দ দেয় হল কর্তৃপক্ষ।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.