× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

জাবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৯ মার্চ ২০২৩ ২২:৫১ পিএম । আপডেট : ২০ মার্চ ২০২৩ ০০:০৯ এএম

অধ্যাপক বশির আহমেদ। ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. বশির আহমেদকে। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আকবার হোসেন কর্তব্যরত ছুটি এবং এই বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ও ইদুল ফিতরের ছুটিতে ১৯ মার্চ হতে ২ মে পর্যন্ত কানাডায় অবস্থান করবেন। বর্ণিত ছুটিকালীন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিনের সাময়িক দায়িত্ব পালন করবেন। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

অধ্যাপক বশির আহমেদ ২০০০ সালের মে মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক, প্রভোস্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা