× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শিক্ষকদের নিয়োগ স্থায়ী করতে গবেষণা থাকতে হবে স্বীকৃত জার্নালে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ২২:৫৮ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ২৩:০০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের পদোন্নতির জন্য এবং চাকরি স্থায়ী করতে গবেষণা প্রকাশনা বাধ্যতামূলক ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের ৮৬তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই গবেষণা অবশ্যই স্বীকৃত কোনো জার্নালে প্রকাশিত হতে হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

সিন্ডিকেট সভায় শিক্ষকদের স্বীয় পদে চাকরি স্থায়ীর জন্য যে যে সুপারিশ গ্রহণ করা হয়েছে তা হলো প্রিডেটরি জার্নালে প্রকাশিত গবেষণা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, স্বীয় পদে চাকরি স্থায়ীর জন্য নিয়োগপত্রে বর্ণিত গবেষণা প্রকাশনা অবশ্যই ইমপ্যাক্ট-ফ্যাক্টরসহ স্বীকৃত জার্নালে প্রকাশিত হতে হবে, স্থায়ী পদে চাকরি স্থায়ীর আবেদন বিভাগীয় প্ল্যানিং কমিটির মাধ্যমে পাঠাতে হবে, ফার্স্ট অথর অথবা কারেস্পন্ডিং অথর ছাড়া একই গবেষণা দিয়ে একাধিক শিক্ষকের স্থায়ী পদে চাকরি স্থায়ীর আবেদন গ্রহণযোগ্য হবে না।

বিশ্ববিদ্যালয়ের ৮৬তম সিন্ডিকেট সভায় ১৯ জন শিক্ষকদের স্ব পদে চাকরি স্থায়ীকরণের বিষয়ে সুপারিশ করা হয়, এর মধ্যে ১৭ জনের চাকরি স্থায়ীকরণ হলেও দুজন শিক্ষকের স্ব পদে চাকরি স্থায়ী হয়নি বলে জানা গেছে। এরা হলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান।

কারণ হিসেবে জানা গেছে, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান গবেষণা প্রকাশনা আবেদনের সঙ্গে সংযুক্ত করেননি। এছাড়া অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের প্রকাশিত গবেষণাটি প্রিডেটরি জার্নালে প্রকাশিত হওয়ায় চাকরি স্থায়ী হয়নি।

এই বিষয়ে কাজী কামাল উদ্দিন বলেন, ‘গবেষণা যত উন্নত হবে বিশ্ববিদ্যালয় তত উপরে যাবে। কিন্তু এটার জন্য যে লজিস্টিক সাপোর্ট এবং পরিবেশ তা এখনও হয়ে উঠেনি। সুযোগ-সুবিধা দিয়ে তারপর বললে ঠিক আছে। কিন্তু হুট করে বললে এটা কঠিন হয়ে যায়।’

প্রিডেটরি জার্নালে গবেষণা প্রকাশ হওয়ার বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আমি আবেদন করেছি আরও আগে। কিন্তু কোনো স্বীকৃত জার্নালে গবেষণা প্রকাশ করতে হবে, এই বিষয়টা এই সিন্ডিকেটে যুক্ত করা হয়েছে। আগে এটার কোনো উল্লেখ ছিল না। আমি প্রকাশ করেছি কিন্তু পরে জানতে পেরেছি এটা প্রিডেটরি জার্নাল। এর জন্য উল্লেখ করে দেওয়া উচিত ছিল, কোন কোন জার্নালে প্রকাশ হলে নিয়োগ স্থায়ীকরণ করা হবে।’

এমন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার বলেন, ‘এটা এবার প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে। আগে প্রিডেটরি জার্নালে যে কেউ গবেষণা প্রকাশ করে প্রমোশন নিয়ে নিত। ফলে বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য সেটা অসম্পূর্ণ রয়ে যেত। আশা করি, আমরা উন্নত মানের গবেষণার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেব।’

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হয়েছে যে কোনো শিক্ষকের নিয়োগ স্থায়ী হতে গেলে তার প্রকাশিত গবেষণা ইমপ্যাক্ট-ফ্যাক্টর সহ স্বীকৃত কোনো জার্নালে প্রকাশিত হতে হবে। কোনো প্রিডেটরি জার্নালে পাবলিশ করলে আপগ্রেডেশনে বিবেচনা করা হবে না। এর ফলে শিক্ষকেরা ওই ধরনের গবেষণায়  নিয়োজিত হবে, যা পজিটিভ প্রভাব ফেলবে। তারা হাই কোয়ালিটি জার্নালে প্রকাশ করার জন্য প্রয়াস চালাবে। শিক্ষদের এই গবেষণা একজন শিক্ষককে যেমন দক্ষ করে তুলবে তেমনি শিক্ষার্থীরাও উপকৃত হবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা